নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সদ্য বিদায়ী চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন কীভাবে দেশ ছেড়ে পালিয়েছেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ বিষয়ে জানাতে আজ রোববার নির্দেশ দিয়েছেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এসএম মজিবুর রহমানের বেঞ্চ। আগামীকাল সোমবারের মধ্যে এ বিষয়ে জানাতে বলা হয়েছে।
এর আগে গণমাধ্যমে এ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
শুনানিতে আদালত দুদকের আইনজীবীকে উদ্দেশ করে বলেন, আসামি দেশত্যাগ করে চলে গেলেন আর আপনারা নীরব দর্শক হয়ে দেখছেন। যেখানে দুদক, বিএফআইইউ, আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারপরও তিনি কীভাবে পালিয়ে যান? মামলা হয়েছে, নিষেধাজ্ঞা আছে, তদন্ত হচ্ছে, তারপরও কীভাবে তিনি দেশত্যাগ করলেন?
তখন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আমরা কাজ করছি। আদালত বলেন, বুঝলাম তো আপনারা কাজ করছেন, তাহলে গেল কী করে? কী পদক্ষেপ নিলেন? দুদকের আইনজীবী বলেন, এটা নিয়ে অফিসের সঙ্গে কথা বলতে হবে। কথা না বলে কিছু বলতে পারবো না।
আদালত বলেন, অনেক কাজ করতেছেন, এটা তো মুখে বললেই হবে না। পালানো তো থামাতে পারছি না। আমরা যদি এখন এসব বিষয়ে লক্ষ্য না রাখি, তাহলে তো দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। আমরা চাই আমাদের অর্থনীতি ভালো থাকুক, দেশের উন্নয়ন হোক, মানুষ যাতে ডাল-ভাত আনন্দের সঙ্গে খেতে পারে। এভাবে টাকা যদি বাইরে চলে যায়, তাহলে দেশের মানুষ কীভাবে সুন্দর জীবনযাপন করবে? এগুলা আমাদের দেখতে হবে। এটা দেখা দুদকের প্রধান দায়িত্ব। জনগণের ঘাম ও শ্রমের টাকা, প্রবাসীরা কত কষ্ট করে রেমিট্যান্স পাঠাচ্ছে! সেই টাকা যদি এভাবে বিদেশে পাচার হয়ে যায়, এটা মারাত্মক বিষয়।
আদালত বলেন, এটা আমাদের জানান, আমজাদ হোসেনের বিদেশ যেতে নিষেধাজ্ঞা ছিল কি-না? আর নিষেধাজ্ঞা থেকে থাকলে তিনি গেলেন কীভাবে? দুদকের আইনজীবী বলেন, ইমিগ্রেশনটা কীভাবে পার হলো এটা রাষ্ট্রপক্ষ জানাতে পারবে। ইমিগ্রেশন বলতে পারবে তিনি কয়টায় গেলেন, বিমানে গেলেন নাকি স্থলপথে গেলেন। যেমন পিকে হালদারের বিচারের আদেশ বিভিন্ন সংস্থার কাছে পৌঁছাতে তিন ঘণ্টা লেগেছিল। আদালত বলেন, এখনকার যুগে কি তিন ঘণ্টা সময় লাগে আদেশ পৌঁছাতে? এটা এক মিনিটের ব্যাপার। এটা আপনাদের অবহেলা। দুদকের আইনজীবী বলেন, এখানে দুদকের কোনো অবহেলা নেই। অবহেলা ছিল পুলিশের।
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সদ্য বিদায়ী চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন কীভাবে দেশ ছেড়ে পালিয়েছেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ বিষয়ে জানাতে আজ রোববার নির্দেশ দিয়েছেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এসএম মজিবুর রহমানের বেঞ্চ। আগামীকাল সোমবারের মধ্যে এ বিষয়ে জানাতে বলা হয়েছে।
এর আগে গণমাধ্যমে এ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
শুনানিতে আদালত দুদকের আইনজীবীকে উদ্দেশ করে বলেন, আসামি দেশত্যাগ করে চলে গেলেন আর আপনারা নীরব দর্শক হয়ে দেখছেন। যেখানে দুদক, বিএফআইইউ, আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারপরও তিনি কীভাবে পালিয়ে যান? মামলা হয়েছে, নিষেধাজ্ঞা আছে, তদন্ত হচ্ছে, তারপরও কীভাবে তিনি দেশত্যাগ করলেন?
তখন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আমরা কাজ করছি। আদালত বলেন, বুঝলাম তো আপনারা কাজ করছেন, তাহলে গেল কী করে? কী পদক্ষেপ নিলেন? দুদকের আইনজীবী বলেন, এটা নিয়ে অফিসের সঙ্গে কথা বলতে হবে। কথা না বলে কিছু বলতে পারবো না।
আদালত বলেন, অনেক কাজ করতেছেন, এটা তো মুখে বললেই হবে না। পালানো তো থামাতে পারছি না। আমরা যদি এখন এসব বিষয়ে লক্ষ্য না রাখি, তাহলে তো দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। আমরা চাই আমাদের অর্থনীতি ভালো থাকুক, দেশের উন্নয়ন হোক, মানুষ যাতে ডাল-ভাত আনন্দের সঙ্গে খেতে পারে। এভাবে টাকা যদি বাইরে চলে যায়, তাহলে দেশের মানুষ কীভাবে সুন্দর জীবনযাপন করবে? এগুলা আমাদের দেখতে হবে। এটা দেখা দুদকের প্রধান দায়িত্ব। জনগণের ঘাম ও শ্রমের টাকা, প্রবাসীরা কত কষ্ট করে রেমিট্যান্স পাঠাচ্ছে! সেই টাকা যদি এভাবে বিদেশে পাচার হয়ে যায়, এটা মারাত্মক বিষয়।
আদালত বলেন, এটা আমাদের জানান, আমজাদ হোসেনের বিদেশ যেতে নিষেধাজ্ঞা ছিল কি-না? আর নিষেধাজ্ঞা থেকে থাকলে তিনি গেলেন কীভাবে? দুদকের আইনজীবী বলেন, ইমিগ্রেশনটা কীভাবে পার হলো এটা রাষ্ট্রপক্ষ জানাতে পারবে। ইমিগ্রেশন বলতে পারবে তিনি কয়টায় গেলেন, বিমানে গেলেন নাকি স্থলপথে গেলেন। যেমন পিকে হালদারের বিচারের আদেশ বিভিন্ন সংস্থার কাছে পৌঁছাতে তিন ঘণ্টা লেগেছিল। আদালত বলেন, এখনকার যুগে কি তিন ঘণ্টা সময় লাগে আদেশ পৌঁছাতে? এটা এক মিনিটের ব্যাপার। এটা আপনাদের অবহেলা। দুদকের আইনজীবী বলেন, এখানে দুদকের কোনো অবহেলা নেই। অবহেলা ছিল পুলিশের।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৮ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৮ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫