Ajker Patrika

মৃত ভাইকে জীবিত দেখিয়ে জমি হাতানোর অভিযোগ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪: ৫১
মৃত ভাইকে জীবিত দেখিয়ে জমি হাতানোর অভিযোগ

১৪ বছর আগে মারা যান কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাসিন্দা ছমির উদ্দিন ছমু। তাঁকে জীবিত দেখিয়ে ২০২০ সালে তাঁর নামের ৯০ শতাংশ জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাই মো. জামির উদ্দিনের বিরুদ্ধে।

উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অষ্টগ্রাম সাবরেজিস্ট্রি কার্যালয়ের দলিল লেখকের সঙ্গে যোগসাজশের মাধ্যমে এমনটা করা হয়েছে বলে অভিযোগ ছমুর পরিবারের। এই অভিযোগে কিশোরগঞ্জ জেলা রেজিস্ট্রার কার্যালয়ে সম্প্রতি লিখিত অভিযোগ করেছেন ছমুর ছেলে মোহাম্মদ নজরুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৮ সালে মারা যান ছমির উদ্দিন ছমু। ২০২০ সালের ২৩ ডিসেম্বর তাঁকে জীবিত দেখিয়ে ছোট ভাই মো. জামির উদ্দিন অষ্টগ্রাম উপজেলা সাবরেজিস্ট্রি কার্যালয়ের দলিলে ‘ছমির উদ্দিন ওরফে জামির উদ্দিন’ নামে ৯০ শতাংশ জমি নিজের মেয়েকে দানপত্র দলিল রেজিস্ট্রি করে দেন।

অভিযোগে বলা হয়, ছমুর ওয়ারিশ ও ক্রয়সূত্রে আরএসভুক্ত জমি আত্মসাতে সহায়তা করতে মো. জামির উদ্দিনকে মালিক সাজিয়ে ও দলিলে মিথ্যা তথ্য লিপিবদ্ধ করেন দলিল লেখক নুরুল। প্রতারক চক্রের সঙ্গে মিলে জাল দলিলে সহায়তা করায় নুরুল আলমের দলিল লেখক সনদ ও সম্পাদিত দলিল বাতিলের দাবি জানিয়েছেন ছমুর ছেলে মোহাম্মদ নজরুল ইসলাম। একই সঙ্গে জালিয়াত চক্রের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘আমার ছোট চাচা মো. জামির উদ্দিন দলিল লেখক নুরুল আলমের সহযোগিতায় আমাদের সম্পদ ও সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছেন। আমি তদন্তপূর্বক সংশ্লিষ্টদের শাস্তি দাবি করছি।’

অভিযুক্ত দলিল লেখক নুরুল আলম বলেন, দলিল হওয়া জমির রেকর্ডে মালিক ছমির উদ্দিন নামটি থাকায়, স্থানীয় চেয়ারম্যানের প্রত্যয়নের পরিপ্রেক্ষিতে দলিলে ছমির উদ্দিন ওরফে জামির উদ্দিন লেখা হয়েছে। দলিলগ্রহীতার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অনুসরণ করা ও কোনো প্রত্যয়ন ছিল কিনা প্রশ্নে তিনি বলেন, না। দাতার মেয়ে, তাই একইভাবে লেখা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. জামির উদ্দিন বলেন, ‘আমার দুটি নামেই সম্পদ রেকর্ড রয়েছে।’ ১৯৭৫ সালে দুই ভাই মিলে কী মায়ের জমি কিনেছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা অন্যজন।’ তাহলে মামলা না করার বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

কিশোরগঞ্জ জেলা রেজিস্ট্রার মো. আবু তলেব বলেন, এ বিষয়ে অষ্টগ্রাম অফিসে তথ্য চাওয়া হয়েছে। তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত