Ajker Patrika

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

নড়াইল প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৩: ২৮
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

নড়াইলে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গাউস মিনাকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সানা মো. মারুফ হোসাইন এ রায় দেন। এ মামলায় অপর আসামি সাহেদা বেগমকে খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১১ সালের মার্চ মাসে আসামি গাউস মিনার সঙ্গে একই গ্রামের সনিয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই গাউস ও তাঁর মা সাহেদা বেগম যৌতুকের দাবিতে সনিয়ার ওপর নির্যাতন শুরু করেন। বিয়ের এক মাস পরেই ওই বছরের ১৭ এপ্রিল রাতে যৌতুকের দাবিতে সনিয়াকে নির্যাতন করেন গাউস মিনা ও তাঁর মা। একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যার পর সনিয়ার মরদেহ ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন গাউস মিনা।

আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘ ১০ বছর পর ১৬ সাক্ষীর সাক্ষ্য শেষে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত