Ajker Patrika

পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

পাবনা প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪৪
পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

জমি নিয়ে বিরোধের জেরে পাবনার চর শিবরামপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক বৃদ্ধ খুন হয়েছেন। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মোজাহার সরদার (৬৫) চর শিবরামপুরের বাসিন্দা। পুলিশ খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দারা জানান, মোজাহার রাতে বাড়ির পাশের চায়ের দোকানে চা পান করে ঘরে ফিরছিলেন। পথে কয়েকজন তাঁর ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) রওশন ইয়াজদানি জানান, একটি জমি নিয়ে মোজাহারের সঙ্গে স্থানীয় মোস্তফা হোসেনের বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। রোববার বিকেলে এ নিয়ে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু একটি পক্ষ না আসায় বৈঠকটি হয়নি।

সন্ধ্যার দিকে মোজাহার চায়ের দোকানে চা পান করতে গেলে মোস্তফার সঙ্গে বাগ্‌বিতণ্ডা এবং কিলঘুষি মারার ঘটনা ঘটে। এ সময় দোকানে থাকা লোকজন তাঁদের ছাড়িয়ে দেয়। এরপর মোজাহার বাড়িতে চলে আসেন।

মোজাহার রাত ৯টার দিকে ওই দোকানে আবার চা পান করতে যান। পরে ফেরার সময় তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে খোলাচিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত