বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগী পাইলট উচ্চবিদ্যালয়ে বিনা রসিদে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।অভিভাবকদের অভিযোগ, বার্ষিক পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশ করারা কথা বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশে এই অর্থ আদায় করা হয়েছে। অথচ ফলাফল অনলাইনে প্রকাশ না করে বিদ্যালয় কর্তৃপক্ষ গত মঙ্গলবার রেজাল্ট কার্ডের মাধ্যমে প্রকাশ করে।এরপরই শিক্ষার্থী ও অভিভাবকেরা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন।
জানা গেছে, বেতাগী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরুর আগে বিদ্যালয়ের বেতন ও পরীক্ষার ফির পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে ফলাফল অনলাইনকরণ বাবদ অতিরিক্ত ১২০ টাকা করে দিতে হয়েছে। তবে এর জন্য কোনো রসিদ দেওয়া হয়নি। তাদের শুধু বেতন ও পরীক্ষার ফির রসিদ দেওয়া হয়। এ ছাড়া শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অনুপস্থিতির জন্য জরিমানাসহ বিভিন্ন খাত দেখিয়েও অর্থ আদায় করে আসছে বলেও অভিযোগ। এ বিষয়ে মুখ খুললে পরীক্ষায় নানা জটিলতা ও ফলাফল বিপর্যয়ের আশঙ্কায় বেশির ভাগ শিক্ষার্থী এবং অভিভাবকেরা ভয়ে এর প্রতিবাদ করেননি।
রেজাউল কবির জুয়েল নামের এক অভিভাবক বলেন, তিনি যখন তাঁর ছেলের বার্ষিক পরীক্ষার ফি দিতে যান তখন বিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত টাকার অতিরিক্ত ১২০ টাকা নেয়। অতিরিক্ত এই টাকা উল্লেখ না করেই রসিদ দিয়েছে। তারা বলেছে, সারা বছরের অনলাইন ফি বাবদ প্রত্যেকের কাছ থেকেই এই টাকা নেওয়া হচ্ছে। কিন্তু এই বিদ্যালয়ে এর আগে কখনো ফলাফল বা অন্য কিছু অনলাইনে প্রকাশ হতে দেখেননি।
মনমথ রঞ্জন মল্লিক নামের আরেক অভিভাবক বলেন, তাঁর মেয়ের বার্ষিক পরীক্ষার ফি দেওয়ার সময় ফলাফল অনলাইন করার কথা জানিয়ে অতিরিক্ত ১২০ টাকা নিয়েছে। কিন্তু ফলাফল অনলাইনে প্রকাশ করেনি। তা ছাড়া সরকারি প্রতিষ্ঠানে রসিদ ছাড়া টাকা নেওয়ার কথা কখনো শুনেননি তিনি।
বেতাগী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়য়ের প্রধান শিক্ষক গোলাম কবির বলেন, করোনায় পরীক্ষা বন্ধ হওয়ার আগে ফলাফল অনলাইনে প্রকাশ হতো। সামনে পরীক্ষার ফলাফল ও ভর্তি অনলাইনে চালু করবেন। সারা বছরের অনলাইন খরচ হিসেবে শিক্ষার্থীদের কাছ থেকে ১২০ টাকা নেওয়া হয়েছে। সরকারিভাবে এর জন্য তাঁরা কোনো বরাদ্দ পান না। তাঁরা পরে এই টাকার জন্য রসিদের ব্যবস্থা চালু করবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমান বলেন, ফলাফল অনলাইনে প্রকাশের জন্য টাকা নেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে তিনি খোঁজ নিচ্ছেন।
বিদ্যালয়য়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, রসিদ ছাড়া কোনো শিক্ষার্থীর কাছ থেকে টাকা আদায় করা যাবে না। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনার বেতাগী পাইলট উচ্চবিদ্যালয়ে বিনা রসিদে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।অভিভাবকদের অভিযোগ, বার্ষিক পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশ করারা কথা বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশে এই অর্থ আদায় করা হয়েছে। অথচ ফলাফল অনলাইনে প্রকাশ না করে বিদ্যালয় কর্তৃপক্ষ গত মঙ্গলবার রেজাল্ট কার্ডের মাধ্যমে প্রকাশ করে।এরপরই শিক্ষার্থী ও অভিভাবকেরা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন।
জানা গেছে, বেতাগী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরুর আগে বিদ্যালয়ের বেতন ও পরীক্ষার ফির পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে ফলাফল অনলাইনকরণ বাবদ অতিরিক্ত ১২০ টাকা করে দিতে হয়েছে। তবে এর জন্য কোনো রসিদ দেওয়া হয়নি। তাদের শুধু বেতন ও পরীক্ষার ফির রসিদ দেওয়া হয়। এ ছাড়া শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অনুপস্থিতির জন্য জরিমানাসহ বিভিন্ন খাত দেখিয়েও অর্থ আদায় করে আসছে বলেও অভিযোগ। এ বিষয়ে মুখ খুললে পরীক্ষায় নানা জটিলতা ও ফলাফল বিপর্যয়ের আশঙ্কায় বেশির ভাগ শিক্ষার্থী এবং অভিভাবকেরা ভয়ে এর প্রতিবাদ করেননি।
রেজাউল কবির জুয়েল নামের এক অভিভাবক বলেন, তিনি যখন তাঁর ছেলের বার্ষিক পরীক্ষার ফি দিতে যান তখন বিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত টাকার অতিরিক্ত ১২০ টাকা নেয়। অতিরিক্ত এই টাকা উল্লেখ না করেই রসিদ দিয়েছে। তারা বলেছে, সারা বছরের অনলাইন ফি বাবদ প্রত্যেকের কাছ থেকেই এই টাকা নেওয়া হচ্ছে। কিন্তু এই বিদ্যালয়ে এর আগে কখনো ফলাফল বা অন্য কিছু অনলাইনে প্রকাশ হতে দেখেননি।
মনমথ রঞ্জন মল্লিক নামের আরেক অভিভাবক বলেন, তাঁর মেয়ের বার্ষিক পরীক্ষার ফি দেওয়ার সময় ফলাফল অনলাইন করার কথা জানিয়ে অতিরিক্ত ১২০ টাকা নিয়েছে। কিন্তু ফলাফল অনলাইনে প্রকাশ করেনি। তা ছাড়া সরকারি প্রতিষ্ঠানে রসিদ ছাড়া টাকা নেওয়ার কথা কখনো শুনেননি তিনি।
বেতাগী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়য়ের প্রধান শিক্ষক গোলাম কবির বলেন, করোনায় পরীক্ষা বন্ধ হওয়ার আগে ফলাফল অনলাইনে প্রকাশ হতো। সামনে পরীক্ষার ফলাফল ও ভর্তি অনলাইনে চালু করবেন। সারা বছরের অনলাইন খরচ হিসেবে শিক্ষার্থীদের কাছ থেকে ১২০ টাকা নেওয়া হয়েছে। সরকারিভাবে এর জন্য তাঁরা কোনো বরাদ্দ পান না। তাঁরা পরে এই টাকার জন্য রসিদের ব্যবস্থা চালু করবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমান বলেন, ফলাফল অনলাইনে প্রকাশের জন্য টাকা নেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে তিনি খোঁজ নিচ্ছেন।
বিদ্যালয়য়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, রসিদ ছাড়া কোনো শিক্ষার্থীর কাছ থেকে টাকা আদায় করা যাবে না। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৩ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১২ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫