Ajker Patrika

ছাত্রদের যৌন নিপীড়ন, মার্কিন সংস্থার তথ্যে রাজশাহীতে শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মে ২০২৪, ২১: ৫৭
ছাত্রদের যৌন নিপীড়ন, মার্কিন সংস্থার তথ্যে রাজশাহীতে শিক্ষক গ্রেপ্তার

রাজশাহীতে প্রাইভেট পড়ানোর আড়ালে ছাত্রদের যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল ওয়াকেল নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই শিক্ষক ছাত্রদের যৌন নিপীড়ন করে ভিডিও এবং ছবি ধারণ করতেন। সেগুলো বিভিন্ন পর্নো সাইটে সরবরাহ করতেন। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থার তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি। 

আজ রোববার দুপুরে সিআইডির সংঘটিত অপরাধ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান এ তথ্য জানান। 

আজাদ রহমান বলেন, গতকাল শনিবার রাজশাহীর মতিহার এলাকার শ্যামপুর ডাঁশমারী এলাকায় অভিযান চালিয়ে আব্দুল ওয়াকেলকে গ্রেপ্তার করে সিআইডি। অভিযুক্ত ওয়াকেল রাজশাহী শহরের ১০ বছরের কম বয়সী ৩০ জন স্কুলছাত্রকে যৌন নিপীড়ন করেছেন। 

সিআইডি জানিয়েছে, ওয়াকেল ছাত্রদের যৌন নিপীড়নের ভিডিও ধারণ করে মোবাইল ফোন, পেনড্রাইভ, কম্পিউটার এবং এক্সটার্নাল হার্ডডিস্কে সংরক্ষণ করে রাখেন। সার্চ ইঞ্জিন এসব তথ্য পৌঁছে দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন (এনসিএমইসি) নামক একটি প্রতিষ্ঠানের কাছে। ওই সংস্থাসহ আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থা শিশু নিপীড়নের এই তথ্য সিআইডিকে পাঠায়। সেসব তথ্যের ভিত্তিতে রাজশাহীর মতিহার এলাকার শ্যামপুর ডাঁশমারী এলাকায় অভিযান চালিয়ে ওয়াকেলকে গ্রেপ্তার করা হয়। 

ওয়াকেল রাজশাহীর কাটাখালীর আশরাফ মেমোরিয়াল মডেল স্কুলের একজন শিক্ষক। ছাত্রাবস্থায় এলাকায় একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। এই সময় থেকেই ছাত্রদের টার্গেট করে চকলেট এবং মোবাইলে গেমস খেলার প্রলোভন দেখিয়ে সখ্য গড়ে তুলতেন। পরে ফুসলিয়ে কোচিং সেন্টারে অথবা নিজ বাড়িতে নিয়ে যেতেন। নানা কৌশলে যৌন নিপীড়ন করতেন। সেসব দৃশ্য আগে থেকে সেট করা রাখা মোবাইল ক্যামেরায় ধারণ করতেন। যৌন নিপীড়নের শিকার সব শিশুই তাঁর ছাত্র ছিল। 

সিআইডি আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওয়াকেল শিশুদের যৌন নিপীড়নের কথা স্বীকার করেছেন। তাঁর ব্যবহৃত সেলফোন, পেনড্রাইভ এবং কম্পিউটারের একাধিক হার্ডডিস্কে স্কুলপড়ুয়া ছাত্রদের বিপুল পরিমাণ নগ্ন ছবি, ভিডিও এবং চাইল্ড পর্নোগ্রাফির কনটেন্ট পাওয়া গেছে। 

ওয়াকেলের বিরুদ্ধে তাঁর বর্তমান কর্মস্থল আশরাফ মেমোরিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রাজধানীর পল্টন মডেল থানায় একটি মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত