Ajker Patrika

কসমেটিকস নিতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশুটি, সৎমা আটক

যশোর প্রতিনিধি
কসমেটিকস নিতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশুটি, সৎমা আটক

‘চাঁদের মতো ফুটফুটে একটি শিশু। ওর তো কোনো শত্রু থাকার কথা নয়। ঈদের জামাকাপড় কিনে দিয়েছি। তারপর আমার নাতনিটারে কসমেটিকস দেওয়ার নামে ডেকে নিয়ে এভাবে মেরে ফেলল! আমি ওর সৎমায়ের সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করব, আমার নিষ্পাপ নাতনিডারে কেন এভাবে মারল? ওর তো কোনো দোষ নাই।’ গতকাল মঙ্গলবার যশোর জেনারেল হাসপাতাল চত্বরে আহাজারি করে কথাগুলো বলছিলেন নিহত ১২ বছরের শিশু জোনাকি খাতুনের নানা সুরুজ মিয়া।

গতকাল দুপুরে যশোর শহরের রেলস্টেশন মডেল মসজিদের পেছনের একটি ডোবা থেকে জোনাকির লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটির মুখ, হাত, পা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে গত সোমবার সকাল ১০টার দিকে নিখোঁজ হয় শিশুটি।

স্বজনেরা জানিয়েছেন, জোনাকি রেলস্টেশন এলাকার ইজিবাইকচালক শাহীন তরফদারের মেয়ে। সে তার বড় ভাই ও বোনের সঙ্গে বেনাপোলে নানাবাড়িতে থাকত। গত শুক্রবার জোনাকি নানাবাড়ি থেকে বাবার দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগমের সঙ্গে দেখা করতে যশোরে আসে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘শিশু জোনাকি হত্যার ঘটনায় তার বাবার দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

চীনের সহায়তায় বিদ্রোহীদের কাছে হারানো অঞ্চল আবার দখলে নিচ্ছে মিয়ানমার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ