নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ভারতে চার তরুণ ও এক নারী দ্বারা আরেক তরুণীকে যৌন নির্যাতনের ঘটনায় ভিডিওতে দৃশ্যমান সবাই বেঙ্গালুরুতে গ্রেপ্তার হয়েছে। তাদের নাম মোহাম্মদ বাবা শেখ, হৃদয় বাবু, সাগর ও অখিল বলে জানা যায় স্থানীয় পুলিশের পোস্ট থেকে। লাল জামা পরা মেয়েটির নাম প্রকাশ করা হয়নি।
গত কয়েক দিনে নির্মম সেই যৌন নির্যাতনের ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
বেঙ্গালুরু পুলিশ কমিশনার কমল পান্ত বৃহস্পতিবার রাতে টুইটে বলেন, "ভিডিও থেকে পাওয়া উপাত্ত এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে ২ নারীসহ ৬ জন ব্যক্তির বিরুদ্ধে রামামূর্তি নগর থানায় ধর্ষণ ও লাঞ্ছনার একটি মামলা দায়ের করা হয়েছে।"
এই ঘটনায় ভুক্তভোগী এবং অপরাধীরা বাংলাদেশি বলে ধারণা করছে ভারতীয় পুলিশ। বিষয়টি বাংলাদেশকে জানানো হয়েছে।
ভুক্তভোগী তরুণী যাতে তদন্তে সহায়তা করতে পারেন তাই তাঁর সন্ধানে পুলিশের একটি দল পাশের রাজ্যে খোঁজ চালাচ্ছে। অভিযুক্তরা সবাই একই গ্রুপের অংশ বলে ধারণা তদন্তকারীদের।
বেঙ্গালুরুর শীর্ষ পুলিশকর্তারা বলছেন, ভুক্তভোগী একজন বাংলাদেশি। তাঁকে পাচারের জন্য ভারতে আনা হয়েছিল এবং আর্থিক কারণে বর্বর নির্যাতন করা হয়েছিল।
কমল পান্ত বলেন "তদন্ত পুরো আন্তরিকতার সঙ্গে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। "
ভারতের পরিচিত নারী সাংবাদিক প্রতিভা রমন টুইটারে লিখেছেন “বেঙ্গালুরুতে নির্ভয়ার মতো ঘটনা ঘটেছে। ২২ বছর বয়সী ভুক্তভোগীকে ৬ দিন আগে এনআরআই কলোনিতে ৪ জন গণধর্ষণ করেছে। আসামিদের সঙ্গে উপস্থিত ছিল অন্য এক মহিলা। ভুক্তভোগীসহ সবাই বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী যারা পতিতাবৃত্তিতে জড়িত বলে জানা গেছে। ব্যক্তিগত শত্রুতার কারণে এ ঘটনা। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।”
এর আগে, আসাম পুলিশ সেই ভিডিওতে দেখা দোষীদের শনাক্ত করতে পারলে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিল।
উত্তর পূর্ব ভারতের অনেকেই ধরে নিয়েছিলেন ঘটনার শিকার তরুণী নাগাল্যান্ডের বাসিন্দা। ধর্ষণের শিকার এক নাগা নারী রোববার (২৩ মে) রাজস্থানের যোধপুরে আত্মহত্যা করেন।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, আইপিএস অফিসার রবিন হিবু, মেঘালয়ের বিধায়ক আম্পারিন লিঙ্গদোহ এবং আসাম পুলিশ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় জানায় যে, ভাইরাল যৌন নিপীড়নের ভিডিওটি যোধপুর আত্মহত্যা মামলার সঙ্গে সম্পর্কিত নয়। সমস্ত রাজ্য জুড়ে কর্তৃপক্ষ ভুক্তভোগী এবং অপরাধীদের পরিচয় শনাক্ত করতে কাজ করছিলেন।
ঢাকা: ভারতে চার তরুণ ও এক নারী দ্বারা আরেক তরুণীকে যৌন নির্যাতনের ঘটনায় ভিডিওতে দৃশ্যমান সবাই বেঙ্গালুরুতে গ্রেপ্তার হয়েছে। তাদের নাম মোহাম্মদ বাবা শেখ, হৃদয় বাবু, সাগর ও অখিল বলে জানা যায় স্থানীয় পুলিশের পোস্ট থেকে। লাল জামা পরা মেয়েটির নাম প্রকাশ করা হয়নি।
গত কয়েক দিনে নির্মম সেই যৌন নির্যাতনের ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
বেঙ্গালুরু পুলিশ কমিশনার কমল পান্ত বৃহস্পতিবার রাতে টুইটে বলেন, "ভিডিও থেকে পাওয়া উপাত্ত এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে ২ নারীসহ ৬ জন ব্যক্তির বিরুদ্ধে রামামূর্তি নগর থানায় ধর্ষণ ও লাঞ্ছনার একটি মামলা দায়ের করা হয়েছে।"
এই ঘটনায় ভুক্তভোগী এবং অপরাধীরা বাংলাদেশি বলে ধারণা করছে ভারতীয় পুলিশ। বিষয়টি বাংলাদেশকে জানানো হয়েছে।
ভুক্তভোগী তরুণী যাতে তদন্তে সহায়তা করতে পারেন তাই তাঁর সন্ধানে পুলিশের একটি দল পাশের রাজ্যে খোঁজ চালাচ্ছে। অভিযুক্তরা সবাই একই গ্রুপের অংশ বলে ধারণা তদন্তকারীদের।
বেঙ্গালুরুর শীর্ষ পুলিশকর্তারা বলছেন, ভুক্তভোগী একজন বাংলাদেশি। তাঁকে পাচারের জন্য ভারতে আনা হয়েছিল এবং আর্থিক কারণে বর্বর নির্যাতন করা হয়েছিল।
কমল পান্ত বলেন "তদন্ত পুরো আন্তরিকতার সঙ্গে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। "
ভারতের পরিচিত নারী সাংবাদিক প্রতিভা রমন টুইটারে লিখেছেন “বেঙ্গালুরুতে নির্ভয়ার মতো ঘটনা ঘটেছে। ২২ বছর বয়সী ভুক্তভোগীকে ৬ দিন আগে এনআরআই কলোনিতে ৪ জন গণধর্ষণ করেছে। আসামিদের সঙ্গে উপস্থিত ছিল অন্য এক মহিলা। ভুক্তভোগীসহ সবাই বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী যারা পতিতাবৃত্তিতে জড়িত বলে জানা গেছে। ব্যক্তিগত শত্রুতার কারণে এ ঘটনা। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।”
এর আগে, আসাম পুলিশ সেই ভিডিওতে দেখা দোষীদের শনাক্ত করতে পারলে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিল।
উত্তর পূর্ব ভারতের অনেকেই ধরে নিয়েছিলেন ঘটনার শিকার তরুণী নাগাল্যান্ডের বাসিন্দা। ধর্ষণের শিকার এক নাগা নারী রোববার (২৩ মে) রাজস্থানের যোধপুরে আত্মহত্যা করেন।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, আইপিএস অফিসার রবিন হিবু, মেঘালয়ের বিধায়ক আম্পারিন লিঙ্গদোহ এবং আসাম পুলিশ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় জানায় যে, ভাইরাল যৌন নিপীড়নের ভিডিওটি যোধপুর আত্মহত্যা মামলার সঙ্গে সম্পর্কিত নয়। সমস্ত রাজ্য জুড়ে কর্তৃপক্ষ ভুক্তভোগী এবং অপরাধীদের পরিচয় শনাক্ত করতে কাজ করছিলেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫