নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ভারতে চার তরুণ ও এক নারী দ্বারা আরেক তরুণীকে যৌন নির্যাতনের ঘটনায় ভিডিওতে দৃশ্যমান সবাই বেঙ্গালুরুতে গ্রেপ্তার হয়েছে। তাদের নাম মোহাম্মদ বাবা শেখ, হৃদয় বাবু, সাগর ও অখিল বলে জানা যায় স্থানীয় পুলিশের পোস্ট থেকে। লাল জামা পরা মেয়েটির নাম প্রকাশ করা হয়নি।
গত কয়েক দিনে নির্মম সেই যৌন নির্যাতনের ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
বেঙ্গালুরু পুলিশ কমিশনার কমল পান্ত বৃহস্পতিবার রাতে টুইটে বলেন, "ভিডিও থেকে পাওয়া উপাত্ত এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে ২ নারীসহ ৬ জন ব্যক্তির বিরুদ্ধে রামামূর্তি নগর থানায় ধর্ষণ ও লাঞ্ছনার একটি মামলা দায়ের করা হয়েছে।"
এই ঘটনায় ভুক্তভোগী এবং অপরাধীরা বাংলাদেশি বলে ধারণা করছে ভারতীয় পুলিশ। বিষয়টি বাংলাদেশকে জানানো হয়েছে।
ভুক্তভোগী তরুণী যাতে তদন্তে সহায়তা করতে পারেন তাই তাঁর সন্ধানে পুলিশের একটি দল পাশের রাজ্যে খোঁজ চালাচ্ছে। অভিযুক্তরা সবাই একই গ্রুপের অংশ বলে ধারণা তদন্তকারীদের।
বেঙ্গালুরুর শীর্ষ পুলিশকর্তারা বলছেন, ভুক্তভোগী একজন বাংলাদেশি। তাঁকে পাচারের জন্য ভারতে আনা হয়েছিল এবং আর্থিক কারণে বর্বর নির্যাতন করা হয়েছিল।
কমল পান্ত বলেন "তদন্ত পুরো আন্তরিকতার সঙ্গে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। "
ভারতের পরিচিত নারী সাংবাদিক প্রতিভা রমন টুইটারে লিখেছেন “বেঙ্গালুরুতে নির্ভয়ার মতো ঘটনা ঘটেছে। ২২ বছর বয়সী ভুক্তভোগীকে ৬ দিন আগে এনআরআই কলোনিতে ৪ জন গণধর্ষণ করেছে। আসামিদের সঙ্গে উপস্থিত ছিল অন্য এক মহিলা। ভুক্তভোগীসহ সবাই বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী যারা পতিতাবৃত্তিতে জড়িত বলে জানা গেছে। ব্যক্তিগত শত্রুতার কারণে এ ঘটনা। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।”
এর আগে, আসাম পুলিশ সেই ভিডিওতে দেখা দোষীদের শনাক্ত করতে পারলে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিল।
উত্তর পূর্ব ভারতের অনেকেই ধরে নিয়েছিলেন ঘটনার শিকার তরুণী নাগাল্যান্ডের বাসিন্দা। ধর্ষণের শিকার এক নাগা নারী রোববার (২৩ মে) রাজস্থানের যোধপুরে আত্মহত্যা করেন।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, আইপিএস অফিসার রবিন হিবু, মেঘালয়ের বিধায়ক আম্পারিন লিঙ্গদোহ এবং আসাম পুলিশ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় জানায় যে, ভাইরাল যৌন নিপীড়নের ভিডিওটি যোধপুর আত্মহত্যা মামলার সঙ্গে সম্পর্কিত নয়। সমস্ত রাজ্য জুড়ে কর্তৃপক্ষ ভুক্তভোগী এবং অপরাধীদের পরিচয় শনাক্ত করতে কাজ করছিলেন।
ঢাকা: ভারতে চার তরুণ ও এক নারী দ্বারা আরেক তরুণীকে যৌন নির্যাতনের ঘটনায় ভিডিওতে দৃশ্যমান সবাই বেঙ্গালুরুতে গ্রেপ্তার হয়েছে। তাদের নাম মোহাম্মদ বাবা শেখ, হৃদয় বাবু, সাগর ও অখিল বলে জানা যায় স্থানীয় পুলিশের পোস্ট থেকে। লাল জামা পরা মেয়েটির নাম প্রকাশ করা হয়নি।
গত কয়েক দিনে নির্মম সেই যৌন নির্যাতনের ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
বেঙ্গালুরু পুলিশ কমিশনার কমল পান্ত বৃহস্পতিবার রাতে টুইটে বলেন, "ভিডিও থেকে পাওয়া উপাত্ত এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে ২ নারীসহ ৬ জন ব্যক্তির বিরুদ্ধে রামামূর্তি নগর থানায় ধর্ষণ ও লাঞ্ছনার একটি মামলা দায়ের করা হয়েছে।"
এই ঘটনায় ভুক্তভোগী এবং অপরাধীরা বাংলাদেশি বলে ধারণা করছে ভারতীয় পুলিশ। বিষয়টি বাংলাদেশকে জানানো হয়েছে।
ভুক্তভোগী তরুণী যাতে তদন্তে সহায়তা করতে পারেন তাই তাঁর সন্ধানে পুলিশের একটি দল পাশের রাজ্যে খোঁজ চালাচ্ছে। অভিযুক্তরা সবাই একই গ্রুপের অংশ বলে ধারণা তদন্তকারীদের।
বেঙ্গালুরুর শীর্ষ পুলিশকর্তারা বলছেন, ভুক্তভোগী একজন বাংলাদেশি। তাঁকে পাচারের জন্য ভারতে আনা হয়েছিল এবং আর্থিক কারণে বর্বর নির্যাতন করা হয়েছিল।
কমল পান্ত বলেন "তদন্ত পুরো আন্তরিকতার সঙ্গে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। "
ভারতের পরিচিত নারী সাংবাদিক প্রতিভা রমন টুইটারে লিখেছেন “বেঙ্গালুরুতে নির্ভয়ার মতো ঘটনা ঘটেছে। ২২ বছর বয়সী ভুক্তভোগীকে ৬ দিন আগে এনআরআই কলোনিতে ৪ জন গণধর্ষণ করেছে। আসামিদের সঙ্গে উপস্থিত ছিল অন্য এক মহিলা। ভুক্তভোগীসহ সবাই বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী যারা পতিতাবৃত্তিতে জড়িত বলে জানা গেছে। ব্যক্তিগত শত্রুতার কারণে এ ঘটনা। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।”
এর আগে, আসাম পুলিশ সেই ভিডিওতে দেখা দোষীদের শনাক্ত করতে পারলে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিল।
উত্তর পূর্ব ভারতের অনেকেই ধরে নিয়েছিলেন ঘটনার শিকার তরুণী নাগাল্যান্ডের বাসিন্দা। ধর্ষণের শিকার এক নাগা নারী রোববার (২৩ মে) রাজস্থানের যোধপুরে আত্মহত্যা করেন।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, আইপিএস অফিসার রবিন হিবু, মেঘালয়ের বিধায়ক আম্পারিন লিঙ্গদোহ এবং আসাম পুলিশ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় জানায় যে, ভাইরাল যৌন নিপীড়নের ভিডিওটি যোধপুর আত্মহত্যা মামলার সঙ্গে সম্পর্কিত নয়। সমস্ত রাজ্য জুড়ে কর্তৃপক্ষ ভুক্তভোগী এবং অপরাধীদের পরিচয় শনাক্ত করতে কাজ করছিলেন।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
১ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪