Ajker Patrika

বোমা বানানোর সময় বিস্ফোরণ সংকটাপন্ন যুবক

অভয়নগর প্রতিনিধি (যশোর)
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১০: ০৩
বোমা বানানোর সময় বিস্ফোরণ সংকটাপন্ন যুবক

যশোরের অভয়নগরে নিজ ঘরে বোমা বানাতে গিয়ে বোমা বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছেন শপ্পা (৩৬) নামের এক যুবক। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই যুবকের অবস্থা সংকটাপন্ন।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, শপ্পা অভয়নগর উপজেলার রাজঘাট কার্পেটিং বাজার এলাকার ইব্রাহীম মোল্যার ছেলে। তিনি বোমা তৈরির কারিগর। গত সোমবার গভীর রাতে নিজ ঘরে বোমা বানানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওই ঘরের টিনের চাল উড়ে যায় এবং দেয়ালে ফাটল সৃষ্টি হয়। বিস্ফোরিত বোমার আঘাতে শপ্পার এক হাতের তিনটি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতবিক্ষত হয়েছে চোখ, মুখমণ্ডল ও বুক। সেই সঙ্গে দুই পা মারাত্মকভাবে ঝলসে গেছে। পরিবারের লোকজন ও এলাকাবাসী উদ্ধার করে তাঁকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে পাঁচটি ধারালো রামদা এবং বিস্ফোরিত বোমার স্প্লিন্টার উদ্ধার করেছে। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শামীম হাসান জানান, বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে এটা হতে পারে। তবে শপ্পার নামে থানায় ইতিপূর্বে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত