Ajker Patrika

কিশোর গ্যাংয়ের হামলায় তিন শিক্ষার্থী আহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
Thumbnail image

টাঙ্গাইলের মির্জাপুরে কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলায় নবম শ্রেণির তিন শিক্ষার্থী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে জামিল হোসেন নামের একজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে গতকাল কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষার কৃষিশিক্ষা পরীক্ষা ছিল।

পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে আসা মাত্র ১০-১২ জন কিশোরের একটি দল দরানীপাড়া উচ্চবিদ্যালয়ের ছাত্রদের ওপর রড, লাঠি ও চাকু নিয়ে হামলা চালায়। এতে দরানীপাড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও দরানীপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে জামিল হোসেন, সহিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন এবং পেকুয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে ফাহাদ আহমেদ আহত হয়। তাদের মধ্যে জামিল হোসেন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জানা গেছে, এই কিশোর গ্যাংয়ের সদস্যরা মাঝেমধ্যেই সদরের বাইরে থেকে আসা শিক্ষার্থীদের ওপর নানা অজুহাতে হামলা চালায়। স্থানীয় প্রভাবশালীদের তদবিরের কারণে এসব অপরাধীরা আইনের আওতায় আসছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

আহত জামিলের বাবা নুরুল ইসলাম জানান, ‘আমার ছেলে গুরুতর আহত হয়ে কুমুদিনী হাসপাতালে চিকিৎসা চলছে। আমি দোষীদের শাস্তি চাই।’

থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত