নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদ, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদক সচিব খোরশেদা ইয়াসমীন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সচিব খোরশেদা ইয়াসমীন বলেন, পুলিশের সাবেক দুই কর্মকর্তা ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে অনুসন্ধান করছিল দুদক। কমিশনের প্রাথমিক অনুসন্ধানে তাঁদের অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে সত্যতা থাকায় কমিশন তাঁদের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
দুদক সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সরকারে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে সংস্থাটি। সাবেক এই ডিবির প্রধান কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর নিজ গ্রামে ৪০ একর জায়গাজুড়ে গড়ে তুলেছেন ‘প্রেসিডেন্ট রিসোর্ট’। শতকোটি টাকা ব্যয়ে নির্মিত এই রিসোর্টের মালিক দেখিয়েছেন ছোট ভাই ডা. শাহরিয়ারকে।
সূত্রটি জানায়, হারুনের প্রেসিডেন্ট রিসোর্ট নির্মাণে হাওরের যে ৪০ একর জায়গা ব্যবহার করা হয়েছে, এর বেশির ভাগই অন্যের জমি দখল করে। জমির মালিকদের নানামুখী চাপে রেখে ও ক্ষমতার অপব্যবহার করে তিনি এসব জায়গা দখল করেন। জমি হারানো ক্ষতিগ্রস্তদের অনেকেই এখনো এসব জমির দলিল করে দেননি।
এর আগে গত ২৭ জুন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের দাবি জানিয়ে দুদকে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।
দুদক চেয়ারম্যান বরাবর সালাহ উদ্দিনের পাঠানো লিখিত আবেদনে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত খবরে সাবেক পুলিশ কর্মকর্তা আছাদুজ্জামান মিয়ার নামে থাকা সম্পদের বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ নিয়ে তা জানানোর অনুরোধ করা হলো।
দুদকের একটি সূত্র জানায়, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া স্ত্রী–সন্তানদের নামে অবৈধ সম্পদের বিষয়ে একটি দৈনিক পত্রিকা খবর প্রকাশ করে। পরে পত্রিকাটির অনলাইন সংস্করণ ও ই–পেপার থেকে প্রতিবেদনটি সরিয়ে নেওয়া হয়। দুদক তৎকালীন সরকারের চাপের মুখে অনুসন্ধান করতে পারেনি। সম্প্রতি এসব বিষয়ে খোঁজ নিয়ে অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।
পুলিশের দুই উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও ক্ষমতাচ্যুত সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের চৌধুরীর অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। গত বছর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনে বলা হয়, লন্ডনে বাংলাদেশের একজন মন্ত্রীর ২৬০টির মতো স্থাবর সম্পত্তি রয়েছ। এরপরই সামনে আসে চট্টগ্রাম–১৩ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামানের নাম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছরের ডিসেম্বরে টিআইবি প্রতিবেদনটি প্রকাশ করে। এতে উল্লেখ করা হয়, একজন মন্ত্রী, তাঁর স্ত্রী ও পরিবারের মালিকানাধীন ছয়টি কোম্পানি যুক্তরাজ্যে সক্রিয়ভাবে আবাসন ব্যবসা পরিচালনা করছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত ছয়টি কোম্পানি প্রতিষ্ঠা করেন আওয়ামী লীগের ওই মন্ত্রী। এসব কোম্পানির মূলধন ১৬ দশমিক ৬৪ কোটি পাউন্ড। বাংলাদেশি টাকায় যা প্রায় ২ হাজার ৩১২ কোটি টাকা। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় সাইফুজ্জামান চৌধুরী বার্ষিক আয় দেখিয়েছেন মাত্র দেড় কোটি টাকা।
ধারণা করা হয়, এই আর্থিক কেলেঙ্কারির বিষয়টি সামনে আসার কারণেই আওয়ামী লীগের সর্বশেষ সরকারে আর মন্ত্রিত্ব পাননি সাইফুজ্জামান।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদ, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদক সচিব খোরশেদা ইয়াসমীন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সচিব খোরশেদা ইয়াসমীন বলেন, পুলিশের সাবেক দুই কর্মকর্তা ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে অনুসন্ধান করছিল দুদক। কমিশনের প্রাথমিক অনুসন্ধানে তাঁদের অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে সত্যতা থাকায় কমিশন তাঁদের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
দুদক সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সরকারে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে সংস্থাটি। সাবেক এই ডিবির প্রধান কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর নিজ গ্রামে ৪০ একর জায়গাজুড়ে গড়ে তুলেছেন ‘প্রেসিডেন্ট রিসোর্ট’। শতকোটি টাকা ব্যয়ে নির্মিত এই রিসোর্টের মালিক দেখিয়েছেন ছোট ভাই ডা. শাহরিয়ারকে।
সূত্রটি জানায়, হারুনের প্রেসিডেন্ট রিসোর্ট নির্মাণে হাওরের যে ৪০ একর জায়গা ব্যবহার করা হয়েছে, এর বেশির ভাগই অন্যের জমি দখল করে। জমির মালিকদের নানামুখী চাপে রেখে ও ক্ষমতার অপব্যবহার করে তিনি এসব জায়গা দখল করেন। জমি হারানো ক্ষতিগ্রস্তদের অনেকেই এখনো এসব জমির দলিল করে দেননি।
এর আগে গত ২৭ জুন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের দাবি জানিয়ে দুদকে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।
দুদক চেয়ারম্যান বরাবর সালাহ উদ্দিনের পাঠানো লিখিত আবেদনে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত খবরে সাবেক পুলিশ কর্মকর্তা আছাদুজ্জামান মিয়ার নামে থাকা সম্পদের বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ নিয়ে তা জানানোর অনুরোধ করা হলো।
দুদকের একটি সূত্র জানায়, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া স্ত্রী–সন্তানদের নামে অবৈধ সম্পদের বিষয়ে একটি দৈনিক পত্রিকা খবর প্রকাশ করে। পরে পত্রিকাটির অনলাইন সংস্করণ ও ই–পেপার থেকে প্রতিবেদনটি সরিয়ে নেওয়া হয়। দুদক তৎকালীন সরকারের চাপের মুখে অনুসন্ধান করতে পারেনি। সম্প্রতি এসব বিষয়ে খোঁজ নিয়ে অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।
পুলিশের দুই উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও ক্ষমতাচ্যুত সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের চৌধুরীর অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। গত বছর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনে বলা হয়, লন্ডনে বাংলাদেশের একজন মন্ত্রীর ২৬০টির মতো স্থাবর সম্পত্তি রয়েছ। এরপরই সামনে আসে চট্টগ্রাম–১৩ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামানের নাম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছরের ডিসেম্বরে টিআইবি প্রতিবেদনটি প্রকাশ করে। এতে উল্লেখ করা হয়, একজন মন্ত্রী, তাঁর স্ত্রী ও পরিবারের মালিকানাধীন ছয়টি কোম্পানি যুক্তরাজ্যে সক্রিয়ভাবে আবাসন ব্যবসা পরিচালনা করছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত ছয়টি কোম্পানি প্রতিষ্ঠা করেন আওয়ামী লীগের ওই মন্ত্রী। এসব কোম্পানির মূলধন ১৬ দশমিক ৬৪ কোটি পাউন্ড। বাংলাদেশি টাকায় যা প্রায় ২ হাজার ৩১২ কোটি টাকা। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় সাইফুজ্জামান চৌধুরী বার্ষিক আয় দেখিয়েছেন মাত্র দেড় কোটি টাকা।
ধারণা করা হয়, এই আর্থিক কেলেঙ্কারির বিষয়টি সামনে আসার কারণেই আওয়ামী লীগের সর্বশেষ সরকারে আর মন্ত্রিত্ব পাননি সাইফুজ্জামান।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫