Ajker Patrika

স্ত্রীর প্রেমিককে হত্যার ঘটনা চাপা দিতে ছিনতাইয়ের নাটক: পুলিশ

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৮: ৩৮
Thumbnail image

নাটোরের বাগাতিপাড়ায় অটোরিকশার চালক দিদারুল ইসলাম মাহফুজ (১৮) হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। স্ত্রীর সঙ্গে পরকীয়া থাকায় মাহফুজকে হত্যা করে ছিনতাইয়ের ঘটনা সাজায় বলে জানায় পুলিশ।

আজ শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এ তথ্য জানান। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে নাটোর জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিল হোসেন (৩০), মো. রানা (২২), মো. রানা শেখ (১৯), সামিউর ইসলাম শুভ (১৯) ও মো. ইমন প্রামাণিক (২০)।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহফুজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বাগাতিপাড়া উপজেলার জামনগরের উদ্দেশে বেরিয়ে পড়েন। রাত হলেও মাহফুজ বাড়িতে ফিরে না আসায় তাঁর বাবা কল করে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাঁকে পাননি। পরদিন বৃহস্পতিবার সকালে জামনগর দেবনগর গ্রামের একটি আমবাগানে মাহফুজকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় মামলা করেন। 

পুলিশ সুপার আরও বলেন, গতকাল রাতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রথমে মো. হাবিল হোসেনকে লালপুর উপজেলার গোধড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রানা ও রানা শেখকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা হাতুড়িও উদ্ধার করা হয়। জড়িত সামিউর ইসলাম শুভ ও মো. ইমন প্রামাণিককে এই রাতেই গ্রেপ্তার করা হয়। তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। 

পুলিশ সুপার আরও জানান, আসামি মো. রানার স্ত্রীর সঙ্গে নিহত মাহফুজের প্রেমঘটিত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অন্য আসামিদের সহায়তায় হাতুড়ি দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে মাহফুজকে হত্যা করা হয়। এ সময় মাহফুজের অটোরিকশা নিয়ে যায় অভিযুক্তরা; যাতে এটি সংঘবদ্ধ চোর চক্রের কাজ বলে মনে হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বাগাতিপাড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত