Ajker Patrika

কলাবাগানে চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ৩১ মে ২০২১, ১৭: ৫২
কলাবাগানে চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর কলাবাগান থেকে কাজী সাবেরা রহমান লিপি (৪৭) নামে এক চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

আজ সোমবার কলাবাগানের প্রথম লেনের ৫০ / ১ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলোজি বিভাগের চিকিৎসক ছিলেন। এ ঘটনায় বাসার সাবলেট কানিজ সুবর্ণা, কানিজ সুবর্ণার একজন ছেলে বন্ধু ও দারোয়ান রমজানসহ চারজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

কলাবাগান থানার এসআই এরশাদুল হক তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার বেলা ১১টার দিকে খবর পেয়ে তাঁরা বাসায় যান। হত্যার পর বাসার তোষকে আগুন লাগিয়েও দেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহেনশাহ মাহমুদ বলেন, বাসায় তিনটি রুম রয়েছে। এক রুমে একাই থাকতেন কাজী সাবেরা। অপর দুইটি রুম ভাড়া দেওয়া ছিলো। সাবলেটের ভাড়াটিয়া কানিজ সুবর্ণা ঈদের পরে বাসায় ফিরলেনও নুরজাহান নামে অপর ভাড়াটিয়া এখনও ফেরেননি। নিহতের পিঠে ও গলায় জখমের চিহ্ন আছে।

বাড়ির মালিক মাহবুব মিয়া জানান, তিনি আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে আসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত