Ajker Patrika

দখলদারদের বিরুদ্ধে লড়াইয়ে মেয়র আতিকের শপথ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৩ জুন ২০২১, ১৩: ৫৭
দখলদারদের বিরুদ্ধে লড়াইয়ে মেয়র আতিকের শপথ

ঢাকা: খাল, জলাশয় ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মেয়র সাংবাদিকদের এ অঙ্গীকারের কথা জানান। 

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি যে দায়িত্ব পালন করছি, তা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েই নির্বাচিত হয়ে করছি। যে দল দেশকে স্বাধীনতা দিয়েছে, যে দল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়েছে, যে দল গণমানুষের পাশে থাকে, সেই দল থেকে নির্বাচিত হওয়ায় আমার এবং আমাদের কাউন্সিলদের দায়িত্ব অনেক বেশি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। আজকে আওয়ামী লীগের জন্মদিনে শপথ নিয়ে বলতে চাই, অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। যাঁরা খাল, জলাশয়, ফুটপাত দখল করে আছেন তাঁরা নিজেরাই সরে যান। নইলে সিটি করপোরেশনের চলমান উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে তা গুঁড়িয়ে দেওয়া হবে।’ 

বঙ্গবন্ধুকে স্মরণ করে মেয়র বলেন, ‘আমাদের জাতীয় জীবনে যত অর্জন, লাল–সবুজের পতাকা, প্রিয় বাংলাদেশ–সবকিছু এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে। এর নেপথ্যে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি সারা জীবন দেশের জন্য নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। তাঁর ঋণ আমরা শোধ করতে পারব না।’ 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত