Ajker Patrika

৭ বছরের ছেলের সামনে মাকে গলা টিপে হত্যা

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০৪
৭ বছরের ছেলের সামনে মাকে গলা টিপে হত্যা

শরীয়তপুরের ভেদরগঞ্জে সাত বছরের ছেলের কোলে দুই বছরের মেয়েকে দিয়ে মাকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত আটটার দিকে সখিপুর থানার সখিপুর ইউনিয়নের হাবিবউল্লাহ ডিগ্রি কলেজের পূর্ব পাশের সরিষাখেত থেকে ওই মায়ের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত স্বামী রুবেল শেখ পলাতক।

নিহত শাহানাজ বেগম সখিপুর ইউনিয়নের সরদারকান্দি গ্রামের মালেক মুন্সীর মেয়ে। সখিপুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের পুরান বাজার এলাকার বাসিন্দা মতিন শেখের ছেলে রুবেল শেখের সঙ্গে শাহানাজ বেগমের বিয়ে হয় ১১ বছর আগে। সম্প্রতি রুবেল শাহানাজকে না জানিয়ে আরেকটি বিয়ে করেন। স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে ওই দম্পতির প্রায়ই ঝগড়া হতো।

মঙ্গলবার সকালে রুবেল ও শাহানাজ তাঁদের ছেলেমেয়েকে নিয়ে সখিপুরের সরদারকান্দি গ্রামে বেড়াতে আসেন। সন্ধ্যায় চাঁদপুরে যাওয়ার সময় আবার ঝগড়া বাধে রুবেল ও শাহানাজের। ঝগড়ার একপর্যায়ে ছেলে সোহানের কোলে ছোট মেয়েকে দিয়ে রুবেল তাঁর স্ত্রী শাহানাজের গলা টিপে ধরেন। হত্যার পর স্ত্রীকে পাশের সরিষাখেতে রেখে পালিয়ে যান রুবেল। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহানাজের লাশ উদ্ধার করে।

শাহানাজের বড় ছেলে সোহান বলে, ‘মা-বাবা ঝগড়া করতেন। আমরা নানাবাড়ি বেড়াতে আসি। সন্ধ্যায় বাড়ি যাওয়ার সময় বাবা বোনকে আমার কোলে দিয়ে মায়ের গলা চেপে ধরে মেরে আবার ছোট বোনকে নিয়ে চলে যান।’

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে ওই নারীর সঙ্গে কী হয়েছিল। তবে স্বামী স্ত্রীকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত