Ajker Patrika

শিশুসন্তানের গলা টিপে হত্যা, মা কারাগারে

কিশোরগঞ্জ প্রতিনিধি
শিশুসন্তানের গলা টিপে হত্যা, মা কারাগারে

কিশোরগঞ্জের নিকলীতে সন্তানকে গলা টিপে হত্যার পরে লাশ পুকুরে ফেলে ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টায় মা চাঁদনী আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। গত শুক্রবার রাতে নিকলী থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে গতকাল শনিবার বিকেলে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চাঁদনী আক্তার। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহত রবিউল (৩) উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গাছতলা গ্রামের আব্দুল করিমের ছেলে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনসুর আলী আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আসামি চাঁদনী আক্তার জবানবন্দিতে তাঁর শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন।’

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর এলাকার গাছতলার একই গ্রামের আব্দুল করিম ও চাঁদনী আক্তার কয়েক বছর আগে বিয়ে হয়। তাঁদের ঘরে রবিউল (০৩) নামের এক ছেলের জন্ম হয়। হঠাৎ মা চাঁদনী আক্তার বিদেশে যেতে মরিয়া হয়ে ওঠেন। এতে স্বামী আব্দুল করিম বাধা দিলে পারিবারিক কলহের সৃষ্টি হয়। 
পরে চাঁদনী আক্তার তাঁর শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে থাকতে শুরু করেন। আর রবিউলকে তার বাবা আব্দুল করিম লালন-পালন করতে থাকেন। তবে মাঝে মাঝে মা চাঁদনী আক্তার শিশুটিকে এসে নিয়ে যান তাঁদের বাড়িতে।

গত শুক্রবার দুপুরে রবিউলকে মা চাঁদনী আক্তার ভাত খাওয়ানোর কথা বলে স্বামীর বাড়ি থেকে নিয়ে আসেন। ছেলেকে ভাত খাওয়ানোর পর গলা টিপে হত্যা করেন। পরে হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সন্তানের লাশ পুকুরে ফেলে দেন তিনি।

অন্যদিকে সন্ধ্যায় শ্বশুরবাড়ির লোকজন রবিউলকে নিতে আসলে মা চাঁদনী আক্তার তাঁদের জানান, রবিউল তাঁর কাছে আসেনি। পরে রবিউলকে খুঁজতে খুঁজতে পুকুরপাড়ে লাশ ভাসতে দেখে মা চাঁদনী আক্তার মাটিতে লুটিয়ে কান্নাকাটি শুরু করেন।

এদিকে খবর পেয়ে ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজওয়ান দীপু, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলী আরিফ ও পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান খানের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে। পরে ঘটনার তদন্ত করে হত্যায় জড়িত মা চাঁদনী আক্তারকে গ্রেপ্তার করে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনসুর আলী আরিফ বলেন, রবিউলের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রবিউলের বাবা আবদুল করিম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত