Ajker Patrika

বিদেশে পাঠানোর কথা বলে অর্থ আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১১: ৪৯
বিদেশে পাঠানোর কথা বলে অর্থ আত্মসাৎ

সৌদি আরবে লোক পাঠানোর কথা বলে দেশের বিভিন্ন জেলার মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে রাজধানীর উত্তরায় পরিচালিত মেট্রো ট্রেড ইন্টারন্যাশনাল (আরএল-৩৭৪) নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে উত্তরার ৭ নম্বর সেক্টরের সোনারগাঁও সড়কে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে গতকাল শনিবার মানববন্ধন করেছেন অর্ধশতাধিক ভুক্তভোগী ও তাঁদের পরিবার।

মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, নজরুল ইসলাম ও মফিজুল ইসলাম নামের দুই সহোদর মেট্রো ট্রেড ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানটি খুলে বিভিন্নজনের কাছ থেকে এ পর্যন্ত কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। প্রতিষ্ঠানটি উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভুক্তভোগীদের স্বজনদের সৌদি আরব পাঠালেও সেখানে তাঁদের বৈধভাবে কাজ করার কাগজপত্র (আকামা) দেওয়া হয়নি।

বেলায়েত হোসেন নামের এক ভুক্তভোগী বলেন, তাঁর এক নারী স্বজনসহ মোট পাঁচজনকে সৌদি আরবে উচ্চ বেতনে কাজের ভিসা দেওয়ার কথা বলে মেট্রো ট্রেড ইন্টারন্যাশনালের মালিক নজরুল ইসলাম তাঁর কাছ থেকে ১৬ লাখ টাকা নেন। এখন পর্যন্ত ভিসা দিতে না পারায় টাকা ফেরত চাওয়ায় নজরুল ইসলাম তাঁর মাথা ফাটিয়ে দেন। পরে সাদা কাগজে সই রেখে মেট্রো ট্রেড কর্তৃপক্ষ তাঁকে ছেড়ে দেয়।

প্রতারণার শিকার মনিরুজ্জামান সাগর বলেন, ‘২০১৯ সালে প্রতারক নজরুল ইসলাম ও তাঁর ভাই মফিজুল ইসলাম ২৩ লাখ টাকা নিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত