কুকুর–বিড়ালকে খাওয়ানোসহ একাধিক শর্তে আসামির মুক্তি
মাদক মামলায় সাদ্দাম হোসেনকে (২২) এক বছরের সাজা দেন আদালত। সঙ্গে সঙ্গে তাঁর আইনজীবী সাজার বিরোধিতা করে আদালতকে বলেন, এটি তাঁর জীবনের প্রথম মামলা, বয়স কম। তাঁকে সংশোধনের সুযোগ দিলে তিনি আর কখনো মামলার আসামি হবেন না। মাদক সেবন ও বিক্রয় অপরাধের ধারেকাছেও যাবেন না।