মাধবপুরে ২৮ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ১
হবিগঞ্জের মাধবপুরে প্রায় ২৮ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের শিবলিঙ্গসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে উপজেলার উত্তর সুরমা গ্রামের অরুণ কুমারের গোয়ালঘর থেকে এটিকে উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে কষ্টিপাথর পাচারের মামলা দিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।