অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, দোকানিরা বোতলের গায়ে মুদ্রিত মূল্য ১৬০ টাকায় বিক্রি না করে ২০০ টাকায় তেল বিক্রি করছিলেন। যে সকল দোকানে এর প্রমাণ পেয়েছি তাদেরকে জরিমানার পাশাপাশি ভোক্তাদের কাছে মুদ্রিত মূল্যে তেল বিক্রির ব্যবস্থা করেছি।