উল্লাপাড়া থানা পুলিশের মানবতার দেয়াল
‘যার প্রয়োজন নিয়ে যান, যার অতিরিক্ত আছে রেখে যান’—এই স্লোগান দেয়ালে লিখে শীতার্তদের জন্য শীতবস্ত্র রাখা আছে। মানবতার এই দেয়াল গড়েছে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ। মডেল থানার দেয়ালে কয়েক দিন ধরে শীতার্তদের জন্য বিভিন্ন ধরনের পোশাক ঝুলিয়ে রাখা হয়েছে।