ছাত্রছাত্রীদের আটকিয়ে চাঁদাবাজি করতেন নাঈম
নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে নাঈম হোসেন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন র্যাবের সদস্যরা। র্যাব বলছে, গ্রেপ্তার নাঈম ও তাঁর সহযোগীরা স্কুলগামী ছাত্রছাত্রীদের রাস্তায় আটকিয়ে মোবাইল ফোন, টাকাপয়সা কেড়ে নিয়ে নানাভাবে হয়রানি করতেন। তিনি ওই এলাকার কিশোর গ্যাং লিডার ছিলেন।