বাংলাদেশের পাঁচ বনজীবী ভারতীয় বনরক্ষীদের হাতে আটক
বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে তাঁরা পাঁচজন গত ১৭ এপ্রিল সুন্দরবনে যান। সুন্দরবনের সীমান্তবর্তী এলাকা দিয়ে যাওয়ার সময় ভারতীয় বনরক্ষীরা তাঁদের আটক করে কোস্টাল থানায় সোপর্দ করে। এ সময় তাঁদের সংগৃহীত চার মণ মধু, মোমসহ প্রয়োজনীয় সরঞ্জাম সেখানকার বনরক্ষীরা নিয়ে যায়।