ডুবুরি দিয়ে সন্ধানের ৫ দিনের মাথায় ওই পুকুরেই ভেসে উঠল শিশুর লাশ
সাত বছরের শিশু হুজাইফা নিখোঁজের পর বাড়ির পাশের পুকুরে জাল টেনে খোঁজাখুঁজির একপর্যায়ে ডুবুরি নামানো হয়। পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ সবখানে সন্ধান চালিয়ে অসহায়ের মতো দিন পার করছিলেন বাবা-মা। অবশেষে ৫ দিন পর সন্ধান চালানো ওই পুকুরেই ভেসে ওঠে...