সৌরবাতির আলো অস্তমিত
পৌরবাসীর অন্ধকার পথ আলোকিত করতে মাদারীপুরের রাজৈরে ছয় বছর আগে খরচ করা হয়েছিল পাঁচ কোটি টাকা। কথা ছিল পাঁচ শতাধিক পৌর এলাকার পাঁচ শতাধিক স্থানে সৌরবাতি স্থাপন করা হবে। নগরবাসীর অভিযোগ, তখন অর্ধেক বাতি স্থাপন করা হয়। আর যেগুলো স্থাপন করা হয়েছিল তার অধিকাংশ এখন অকেজো। পড়ে আছে ভেঙেচুরে। দেখভাল করারও কেউ