৫ বছর ধরে ঝুলছে ভবন নির্মাণ, ভুগছে শিক্ষার্থীরা
রডে মরচে ধরেছে, কাঠের বাটাম পচে যাওয়ার অবস্থা—খাগড়াছড়ির রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন ভবনের অবস্থা এমনই। জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২০ সালে। দুই বছরে কাজ সম্পন্ন হবে বলা হলেও পাঁচ বছরেও ভবনটি অর্ধেকের বেশি অসম্পূর্ণ।