পাথরঘাটায় ডেঙ্গুতে আইস ফ্যাক্টরির শ্রমিকের মৃত্যু
সাইফুলের স্বজন ও স্থানীয়দের ভাষ্য, কয়েক দিন ধরে তাঁর জ্বর ছিল। অসুস্থ অবস্থায়ও কাজ করছিলেন। দুই দিন আগে কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ডেঙ্গু শনাক্ত হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।