পশ্চিমবঙ্গের বিধাননগর মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) প্রতিবছর বড় করে বাণিজ্য মেলার আয়োজন করে। এই মেলায় অবধারিতভাবে বাংলাদেশি ব্যবসায়ীরা থাকেন। সেই বিধাননগর মেলা উৎসব গতকাল মঙ্গলবার সল্টলেক সেন্ট্রাল পার্ক ময়দানে শুরু হয়েছে। কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো অংশগ্রহণকারী নেই।
টাইমস অব ইন্ডিয়া গত সোমবার এক প্রতিবেদনে জানায়, শহরের বৃহত্তম এবং জনপ্রিয় মেলাগুলোর একটি বিধাননগর মেলা উৎসব। এ বছর বাংলাদেশি ব্যবসায়ীরা মেলায় থাকছেন না। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য প্রতিক্রিয়া এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে মেলা কর্তৃপক্ষ।
মেলায় স্টল ও প্যাভিলিয়ন বুকিংয়ের দায়িত্বে থাকা একটি সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা বাংলাদেশি ব্যবসায়ীদের জমা দেওয়া অগ্রিম অর্থ ফেরত দিচ্ছেন এবং তাঁদের মেলায় না আসার জন্য অনুরোধ করেছেন।
তবে মেলা কমিটির সভাপতি ও বিএমসি মেয়র কৃষ্ণা চক্রবর্তী এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী ব্রাত্য বসু, সুজিত বসু, অরূপ বিশ্বাস এবং শোভন দেব চট্টোপাধ্যায়। তাঁদের সঙ্গে ছিলেন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও তৃণমূল নেতারা।
অন্যান্য দেশের মধ্যে আফগানিস্তানের স্টলগুলো আজ বুধবার থেকে খোলা হয়েছে। গত বছর পর্যন্ত অন্তত দুই থেকে তিনটি বাংলাদেশি ঢাকাই ও জামদানি শাড়ির স্টল এখানে বসত। বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এসব স্টল।
কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেছেন, তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ না করার বিষয়ে অবগত জানতেন না। তবে তিনি উল্লেখ করেছেন, মেলা কমিটি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে সেরা সিদ্ধান্তই নিয়েছে, যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়।
এ বছর বিধাননগর মেলা উৎসবে প্রায় ৫০০টি স্টল বসানো হচ্ছে। এর মধ্যে রয়েছে একটি ফুড কোর্ট এবং বিনোদনমূলক রাইড। মেলার অধিকাংশ স্টল প্রস্তুতির শেষ মুহূর্তে। মেলা চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত।
পশ্চিমবঙ্গের বিধাননগর মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) প্রতিবছর বড় করে বাণিজ্য মেলার আয়োজন করে। এই মেলায় অবধারিতভাবে বাংলাদেশি ব্যবসায়ীরা থাকেন। সেই বিধাননগর মেলা উৎসব গতকাল মঙ্গলবার সল্টলেক সেন্ট্রাল পার্ক ময়দানে শুরু হয়েছে। কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো অংশগ্রহণকারী নেই।
টাইমস অব ইন্ডিয়া গত সোমবার এক প্রতিবেদনে জানায়, শহরের বৃহত্তম এবং জনপ্রিয় মেলাগুলোর একটি বিধাননগর মেলা উৎসব। এ বছর বাংলাদেশি ব্যবসায়ীরা মেলায় থাকছেন না। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য প্রতিক্রিয়া এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে মেলা কর্তৃপক্ষ।
মেলায় স্টল ও প্যাভিলিয়ন বুকিংয়ের দায়িত্বে থাকা একটি সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা বাংলাদেশি ব্যবসায়ীদের জমা দেওয়া অগ্রিম অর্থ ফেরত দিচ্ছেন এবং তাঁদের মেলায় না আসার জন্য অনুরোধ করেছেন।
তবে মেলা কমিটির সভাপতি ও বিএমসি মেয়র কৃষ্ণা চক্রবর্তী এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী ব্রাত্য বসু, সুজিত বসু, অরূপ বিশ্বাস এবং শোভন দেব চট্টোপাধ্যায়। তাঁদের সঙ্গে ছিলেন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও তৃণমূল নেতারা।
অন্যান্য দেশের মধ্যে আফগানিস্তানের স্টলগুলো আজ বুধবার থেকে খোলা হয়েছে। গত বছর পর্যন্ত অন্তত দুই থেকে তিনটি বাংলাদেশি ঢাকাই ও জামদানি শাড়ির স্টল এখানে বসত। বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এসব স্টল।
কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেছেন, তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ না করার বিষয়ে অবগত জানতেন না। তবে তিনি উল্লেখ করেছেন, মেলা কমিটি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে সেরা সিদ্ধান্তই নিয়েছে, যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়।
এ বছর বিধাননগর মেলা উৎসবে প্রায় ৫০০টি স্টল বসানো হচ্ছে। এর মধ্যে রয়েছে একটি ফুড কোর্ট এবং বিনোদনমূলক রাইড। মেলার অধিকাংশ স্টল প্রস্তুতির শেষ মুহূর্তে। মেলা চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি মাসের ২৭ এপ্রিল থেকে কার্গো অপারেশন চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় আজ বিমানবন্দরটি পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
১৪ ঘণ্টা আগেচলতি মাসে উচ্চপর্যায়ের একটি জার্মান ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। এই সফরের উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখা। এই প্রতিনিধিদলে জার্মান পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, দেশটির রপ্তানি ঋণ সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর
২১ ঘণ্টা আগেবিশ্বখ্যাত অডিট ফার্ম পিডব্লিউসি বিভিন্ন দেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। বিশালাকার এই অ্যাকাউন্টিং ফার্মটির কর্তাব্যক্তিদের মতে, ছোট, ঝুঁকিপূর্ণ বা অলাভজনক বিবেচিত এক ডজনের বেশি দেশে ব্যবসা বন্ধ করেছে। কেলেঙ্কারির পুনরাবৃত্তি এড়াতেই তাদের এই পদক্ষেপ। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল...
১ দিন আগেচলতি অর্থবছরের মাত্র তিন মাস বাকি থাকলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে এখনো খরচ করা বাকি রয়েছে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য বলছে, জুলাই-মার্চ পর্যন্ত ৯ মাসে খরচ হয়েছে ৮২ হাজার ৮৯৪ কোটি টাকা, যা মোট সংশোধিত এডিপির...
১ দিন আগে