Ajker Patrika

সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা 

বিজ্ঞপ্তি
Thumbnail image

‘এসো মিলি প্রাণের ক্যাম্পাসে’ স্লোগানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ৫১ তম এসএসএমসি দিবস অনুষ্ঠিত হয়েছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য ডা. মো. জাবেদের সঞ্চালনায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল হুদা লেলিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্র সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন খলিফা, স্বাচিবের সাবেক সহসভাপতি রউফ সরদার, সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান, বিএমএর সাবেক মহাসচিব অধ্যাপক ডা. কাজী শহীদুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদুন্নবীসহ অন্যরা।

পরে এক আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত