ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদের এই খুশিকে দ্বিগুণ করতে ক্লেমন নিয়ে এলো দারুণ একটি ডিজিটাল কনটেস্ট ‘লেমন নিনজা’। ক্লেমন, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ও বাংলাদেশের জনপ্রিয় ক্লিয়ার ড্রিংক। ঈদসহ যেকোনো বড় উৎসবে ক্লেমন হাজির হয় মজার মজার সব কনটেস্ট নিয়ে। এই ঈদুল আজহাতেও তার ব্যতিক্রম হয়নি।
‘লেমন নিনজা’ মূলত একটি ডিজিটাল গেম। গেমটি খেলতে ভিজিট করতে হবে লিংকে এবং নাম, ঠিকানা ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বাংলাদেশে ক্লিয়ার ড্রিংক-এর মধ্যে ক্লেমন-এ লেমনের পরিমাণ বেশি। তাই ক্লেমন-এর ট্যাগ লাইন ক্লিয়ারলি লেমন ড্রিংক। ক্লেমন-এর এই ফিচারের ওপর ভিত্তি করে ‘লেমন নিনজা’ গেমটি সাজানো হয়েছে। বেশি বেশি লেমন স্লাইস করলে ক্লেমনের বোতলটি ফিল-আপ হবে এবং এভাবেই গেমটি এগিয়ে যাবে।
এই ক্যাম্পেইনটি পরিচালনায় আছেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্লেমন-এর আগের কনটেস্টগুলোর মত এই কনটেস্টেও সবাই অংশগ্রহণ করবে এবং আগের মতো ভালোবাসা দিয়ে ক্লেমন-এর পাশে থাকবে বলেই আকিজ ফুড অ্যান্ড বেভারেজ-এর কর্তৃপক্ষ আশা রাখেন।
ক্লেমন প্রেজেন্টস ‘লেমন নিনজা’ কনটেস্টটি গত ২৩ জুন থেকে শুরু হয়েছে এবং ইতোমধ্যে ভোক্তাদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। কনটেস্টটি চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। প্রতিযোগিতার ফলাফল, বিজয়ীদের নাম ও কনটেস্টের অন্যান্য কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই পেইজে।
ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদের এই খুশিকে দ্বিগুণ করতে ক্লেমন নিয়ে এলো দারুণ একটি ডিজিটাল কনটেস্ট ‘লেমন নিনজা’। ক্লেমন, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ও বাংলাদেশের জনপ্রিয় ক্লিয়ার ড্রিংক। ঈদসহ যেকোনো বড় উৎসবে ক্লেমন হাজির হয় মজার মজার সব কনটেস্ট নিয়ে। এই ঈদুল আজহাতেও তার ব্যতিক্রম হয়নি।
‘লেমন নিনজা’ মূলত একটি ডিজিটাল গেম। গেমটি খেলতে ভিজিট করতে হবে লিংকে এবং নাম, ঠিকানা ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বাংলাদেশে ক্লিয়ার ড্রিংক-এর মধ্যে ক্লেমন-এ লেমনের পরিমাণ বেশি। তাই ক্লেমন-এর ট্যাগ লাইন ক্লিয়ারলি লেমন ড্রিংক। ক্লেমন-এর এই ফিচারের ওপর ভিত্তি করে ‘লেমন নিনজা’ গেমটি সাজানো হয়েছে। বেশি বেশি লেমন স্লাইস করলে ক্লেমনের বোতলটি ফিল-আপ হবে এবং এভাবেই গেমটি এগিয়ে যাবে।
এই ক্যাম্পেইনটি পরিচালনায় আছেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্লেমন-এর আগের কনটেস্টগুলোর মত এই কনটেস্টেও সবাই অংশগ্রহণ করবে এবং আগের মতো ভালোবাসা দিয়ে ক্লেমন-এর পাশে থাকবে বলেই আকিজ ফুড অ্যান্ড বেভারেজ-এর কর্তৃপক্ষ আশা রাখেন।
ক্লেমন প্রেজেন্টস ‘লেমন নিনজা’ কনটেস্টটি গত ২৩ জুন থেকে শুরু হয়েছে এবং ইতোমধ্যে ভোক্তাদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। কনটেস্টটি চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। প্রতিযোগিতার ফলাফল, বিজয়ীদের নাম ও কনটেস্টের অন্যান্য কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই পেইজে।
দেশের ব্যাংক খাতে এখন নগদ টাকার ঘাটতি নেই, ঘাটতি শুধু আস্থার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২০২৫ সালের জুন শেষে নিট উদ্বৃত্ত তারল্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা চাহিদার প্রায় দ্বিগুণ। অথচ এই বিপুল অর্থ বাজারে প্রবাহিত হচ্ছে না।
৩ ঘণ্টা আগেবিদ্যুৎ ও জ্বালানি খাতের লাভজনক সরকারি কোম্পানিগুলোকে সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত সোমবার রেলভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ-সংক্রান্ত করণীয় নির্ধারণে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি...
৩ ঘণ্টা আগেদেশ থেকে পাচার হওয়া অর্থের প্রায় ৭৫ শতাংশই বাণিজ্যের আড়ালে পাচার হচ্ছে, যেখানে আমদানি-রপ্তানির সময় মিথ্যা ঘোষণার আশ্রয়ে বিদেশে অর্থ স্থানান্তর করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় উপস্থাপিত গবেষণাপত্রে এই উদ্বেগজনক তথ্য তুলে ধরা হয়।
৩ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরে বছরের পর বছর পড়ে থাকা হাজারো কনটেইনারের অনেকেই জন্মেছে গাছ, কিছু মরিচা পড়ে ভেঙে গেছে। এসব অচল কনটেইনার দখল করে রেখেছে মূল্যবান জায়গা, কমিয়ে দিয়েছে রাজস্ব, ক্ষতিগ্রস্ত করেছে শিপিং লাইন। সেই অচলাবস্থা কাটিয়ে বন্দরের কার্যকারিতা ফেরাতে এবার ব্যবহারযোগ্য ৪৫৬ কনটেইনার পণ্য নিলামে...
৩ ঘণ্টা আগে