Ajker Patrika

ব্র্যাক ব্যাংকে ২ হাজার কর্মীকে পদোন্নতি

বিজ্ঞপ্তি
ব্র্যাক ব্যাংকে ২ হাজার কর্মীকে পদোন্নতি দেওয়া হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি
ব্র্যাক ব্যাংকে ২ হাজার কর্মীকে পদোন্নতি দেওয়া হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

কর্মক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শন ও ব্যাংকের টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ দুই হাজার কর্মীকে পদোন্নতি দিয়েছে ব্র্যাক ব্যাংক। এটি ব্র্যাক ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় একক পদোন্নতি।

সহকর্মীদের এই সাফল্য উদ্‌যাপন করতে গত মঙ্গলবার ঢাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা পদোন্নতিপ্রাপ্ত কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ব্যাংকে প্রতিভা ও নেতৃত্ব বিকাশে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে ব্যাংকটির সব পদে পদোন্নতি দেওয়া হয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ও তদূর্ধ্ব পদে পদোন্নতি পেয়েছেন তিন শতাধিক কর্মী।

আয়োজনে সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘একটি মূল্যবোধ-নির্ভর প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক সব সময় প্রতিষ্ঠানের মানবসম্পদকে গুরুত্ব দেয়। ব্যাংকের প্রবৃদ্ধির সঙ্গে আমাদের সহকর্মীদের ক্যারিয়ারেও বিকাশ ঘটছে। সামনের দিনগুলোতেও আমরা আমাদের সহকর্মীদের উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রাখব। আমরা তাঁদের পরিশ্রমের স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ক্যারিয়ার অগ্রগতি ও যোগ্যতাভিত্তিক স্বীকৃতিকে অগ্রাধিকার দিয়ে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠানে হাই-পারফরম্যান্স কালচার তৈরি করে যাচ্ছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে ব্যাংকটির সার্বিক সাফল্য ও কর্মীদের ক্যারিয়ার বিকাশে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত