Ajker Patrika

নারী দিবস উদ্‌যাপন করল ন্যাশনাল ব্যাংক

নারী দিবস উদ্‌যাপন করল ন্যাশনাল ব্যাংক

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলামোটরের প্রধান কার্যালয়ে নারী দিবস উদ্‌যাপন করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। প্রধান কার্যালয়ের নারী সহকর্মীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মেহমুদ হোসেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন ও হোসাইন আখতার চৌধুরী, ব্রাঞ্চেস অপারেশনস ডিভিশনের প্রধান ও এসইভিপি নিজাম আহমেদ, আইটি ডিভিশনের প্রধান ও এসইভিপি কাজী কামাল উদ্দিন আহমেদ এবং ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা নারী ব্যাংকারগণ। 

নারী ব্যাংকারদের মধ্যে কয়েকজন নারী দিবস নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় প্রধান কার্যালয়ের নারী সহকর্মীদের নিয়ে নারী কেক কেটে দিবসটি উদ্‌যাপন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত