Ajker Patrika

কনকা-হাইকোর ইলেকট্রনিকস পণ্যের বিক্রয় কেন্দ্র এখন পাবনায়

বিজ্ঞপ্তি
Thumbnail image

পাবনায় কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিকস পণ্যের উৎপাদনকারী ও বাজারজাতকারী গ্রুপ ইলেকট্রো মার্টের সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি উদ্বোধন হওয়া এই অনুষ্ঠানে কোম্পানির ডিএমডি মো. নুরুল আফছার, জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মাহমুদুন নবী চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার (রিটেল) মো. জুলহাক হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

দুই যুগের বেশি সময় দেশের ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের চাহিদা কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ড পূরণ করছে বলে জানান ডিএমডি মো. নুরুল আফছার। তিনি বলেন, ‘বিশ্বমানের পণ্য পাবনার ইলেকট্রনিকস পণ্যের গ্রাহকদের দোরগোড়ায় সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইলেকট্রো মার্ট সেলস এবং ডিসপ্লে কার্যক্রম পরিচালনা করছে। গ্রাহকদের চাহিদা ও ক্রয়ক্ষমতার প্রতি লক্ষ্য রেখে মানসম্মত, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের পণ্য ও বিক্রয়োত্তর সর্বোত্তম সেবা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।’

নুরুল আফছার জানান, গ্রাহকদের আস্থা ও ভালোবাসায় গ্রি এসি বাংলাদেশে সুপার ব্র্যান্ড এসির স্বীকৃতি পেয়েছে। দেশে এয়ারকন্ডিশনার পণ্যের চাহিদার প্রায় ৬০ শতাংশ, কনকা ব্র্যান্ড রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি বাজার চাহিদার প্রায় ৩০ শতাংশ এবং হাইকো ব্র্যান্ডের পণ্য ইলেকট্রনিকস ও হোম অ্যাপল্যায়েন্স চাহিদার পাঁচ শতাংশ দখল করে আছে। এ ছাড়া কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের বিশেষ বৈশিষ্ট্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ীমূল্যের কারণে বর্তমানে বিশ্বব্যাপী গ্রাহকদের প্রথম পছন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত