Ajker Patrika

স্যামসাংয়ের বিবাহ উৎসব অফার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্যামসাংয়ের বিবাহ উৎসব অফার

নবদম্পতিদের কথা মাথায় রেখে বিবাহ উৎসব নামে অফার এনেছে ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং। এ অফারে বছর শেষে শীতের আগমনী বার্তার সঙ্গে শুরু হওয়া বিয়ের মৌসুমে নতুন জীবন শুরু করতে যাওয়া নবদম্পতিদের জন্য থাকবে টেলিভিশন, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিন ক্রয়ে আকর্ষণীয় মূল্যের ৪টি দুর্দান্ত প্যাকেজ। অফারটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর।' জীবনের নতুন পথে যাত্রা শুরু হোক স্যামসাং-এর সাথে'–প্রতিপাদ্যকে সামনে নিয়ে শুরু হওয়া অফারে প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ৪টি প্যাকেজ রয়েছে। 

প্ল্যাটিনাম প্যাকেজে রয়েছে ৫৫ ইঞ্চি ফোরকে ইউএইচডি টেলিভিশন, ৪৬৫ লিটার নো ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ৯ কেজি ফ্রন্ট লোডিং স্টিম ওয়াশ ওয়াশিং মেশিন। যার মূল্য ২ লাখ ২৪ হাজার টাকা। 

ডায়মন্ড প্যাকেজে রয়েছে ৪৩ ইঞ্চি ফোরকে ইউএইচডি টিভি, ৩২১ লিটার নো ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ৮ কেজি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন। যার মূল্য ১ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা। 

গোল্ড প্যাকেজে রয়েছে ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি, ২৭৫ লিটার নো ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ৭ কেজি ইনভার্টার ওয়াশিং মেশিন। যার মূল্য ৯৯ হাজার ৯০০ টাকা। 

সিলভার প্যাকেজে রয়েছে ৩২ ইঞ্চি স্মার্ট টিভি, ২১৮ লিটার ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ৭ কেজি ওয়াশিং মেশিন। যা মূল্য ৭৯ হাজার ৯০০ টাকা। 

ক্রেতারা বিনামূল্যে আকর্ষণীয় গিফট ও কোন ইন্টারেস্ট ছাড়াই ইএমআই সুবিধা উপভোগ গ্রহণ করতে পারবেন। 

বিনামূল্যে উপহার পেতে ক্রেতাদের অনুমোদিত ডিলার, ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেড, ট্রান্সকম ইলেকট্রনিকস, ইলেকট্রো ইন্টারন্যাশনাল ও র‍্যাংগস ইন্ডাস্ট্রিজের কাছ থেকে পণ্য ক্রয় করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় আগুন নিরাপত্তা ঘাটতির স্পষ্ট প্রমাণ: জামায়াত আমির

বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন যেসব প্রশ্ন তুলল, সর্বশেষ যা জানা গেল

এখনো যথেষ্ট আগুন রয়েছে, তবে নিয়ন্ত্রণে

শাহজালাল বিমানবন্দরে নাশকতার প্রমাণ পেলে ‘কঠোর ব্যবস্থা নেবে’ সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত