Ajker Patrika

ঢাকা মেডিকেলে পূবালী ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

বিজ্ঞপ্তি
ছবি: বিজ্ঞপ্তি
ছবি: বিজ্ঞপ্তি

দ্রুত এবং আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কালেকশন বুথ চালু করেছে। এই বুথের মাধ্যমে হাসপাতালের রোগীদের বিভিন্ন ফি, ডায়াগনস্টিক টেস্টের ফি এবং অন্যান্য ফি জমা নেওয়া হবে।

বুথটির উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা, ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা। এই উদ্যোগটি রোগীদের জন্য আর্থিক লেনদেন প্রক্রিয়াকে আরও সহজ ও সুবিধাজনক করবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত