পন্ডস স্কিনফ্লুয়েন্সার–এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৬ মাসের এই জার্নিতে ১৪ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে সৈয়দা জোবায়দা শিরিন এখন বাংলাদেশের প্রথম পন্ডস স্কিনফ্লুয়েন্সার। ফার্স্ট রানার–আপ হয়েছেন নাঈমা ইসলাম মীম এবং সেকেন্ড রানার–আপ ফারজানা ফেরদৌসী ইভানা।
জোবায়দা আগামী ১ বছর কাজ করবেন গ্লোবাল ব্র্যান্ড পন্ডস বাংলাদেশ–এর নতুন মুখ হিসেবে। আর সেই সঙ্গে সুযোগ পাচ্ছেন চীনের সাংহাইতে অবস্থিত পন্ডস স্কিন ইনস্টিটিউট পরিদর্শন করার। যেখানে বিশেষজ্ঞদের কাছ থেকে স্কিনকেয়ারের ওপর বিশেষ প্রশিক্ষণ নেবেন।
অনুষ্ঠানে জোবায়দার হাতে সনদ ও বিমানের টিকিট তুলে দেন ইউনিলিভার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ও বিজনেস ইউনিট হেড জাহীন ইসলাম।
গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন—সালমান মুক্তাদির, রাকিন আবসার, সৌমিক আহমেদসহ দেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা।
ফিনালে শুরু হয় পুরো জার্নিতে হাউজলিড হিসেবে থাকা ইশরাত, ঈশায়া ও সুনেহরার নৃত্য প্রদর্শনী দিয়ে। তাঁদের সঙ্গে পারফর্ম করেন শীর্ষ ১২ জন স্কিনফ্লুয়েন্সার। গ্র্যান্ড ফিনালের পুরো এপিসোড দেখতে ভিজিট করুন পন্ডস বাংলাদেশ–এর ইউটিউব চ্যানেল।
বাংলাদেশের প্রথম পন্ডস্ স্কিনফ্লুয়েন্সার হওয়ার অনুভূতি ব্যক্ত করে জোবায়দা বলেন, ‘আমি অনেক এক্সাইটেড পন্ডসের সঙ্গে কাজ করার জন্য। আমি বিলিভ করি, স্কিনকেয়ার নিয়ে আমার যে ইন্টারেস্ট আছে সেটাকে অডিয়েন্সের কাছে এখন থেকে আরও ভালোমতো প্রেজেন্ট করতে পারব।’
পন্ডস স্কিনফ্লুয়েন্সার–এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৬ মাসের এই জার্নিতে ১৪ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে সৈয়দা জোবায়দা শিরিন এখন বাংলাদেশের প্রথম পন্ডস স্কিনফ্লুয়েন্সার। ফার্স্ট রানার–আপ হয়েছেন নাঈমা ইসলাম মীম এবং সেকেন্ড রানার–আপ ফারজানা ফেরদৌসী ইভানা।
জোবায়দা আগামী ১ বছর কাজ করবেন গ্লোবাল ব্র্যান্ড পন্ডস বাংলাদেশ–এর নতুন মুখ হিসেবে। আর সেই সঙ্গে সুযোগ পাচ্ছেন চীনের সাংহাইতে অবস্থিত পন্ডস স্কিন ইনস্টিটিউট পরিদর্শন করার। যেখানে বিশেষজ্ঞদের কাছ থেকে স্কিনকেয়ারের ওপর বিশেষ প্রশিক্ষণ নেবেন।
অনুষ্ঠানে জোবায়দার হাতে সনদ ও বিমানের টিকিট তুলে দেন ইউনিলিভার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ও বিজনেস ইউনিট হেড জাহীন ইসলাম।
গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন—সালমান মুক্তাদির, রাকিন আবসার, সৌমিক আহমেদসহ দেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা।
ফিনালে শুরু হয় পুরো জার্নিতে হাউজলিড হিসেবে থাকা ইশরাত, ঈশায়া ও সুনেহরার নৃত্য প্রদর্শনী দিয়ে। তাঁদের সঙ্গে পারফর্ম করেন শীর্ষ ১২ জন স্কিনফ্লুয়েন্সার। গ্র্যান্ড ফিনালের পুরো এপিসোড দেখতে ভিজিট করুন পন্ডস বাংলাদেশ–এর ইউটিউব চ্যানেল।
বাংলাদেশের প্রথম পন্ডস্ স্কিনফ্লুয়েন্সার হওয়ার অনুভূতি ব্যক্ত করে জোবায়দা বলেন, ‘আমি অনেক এক্সাইটেড পন্ডসের সঙ্গে কাজ করার জন্য। আমি বিলিভ করি, স্কিনকেয়ার নিয়ে আমার যে ইন্টারেস্ট আছে সেটাকে অডিয়েন্সের কাছে এখন থেকে আরও ভালোমতো প্রেজেন্ট করতে পারব।’
ভারতীয় চেম্বার অব কমার্সের (আইসিসি) মর্যাদাপূর্ণ ‘তৃতীয় ইমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৫’-এ রিস্ক ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে রানারআপ হওয়ার সম্মাননা অর্জন করেছে এনসিসি ব্যাংক।
২ ঘণ্টা আগেসদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশে মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ২৯ শতাংশে নেমেছে। যা গত ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ রোববার (৭ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে। গত বছরের আগস্টে যা ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ। গত বছরের তুলনাই শুধু নয়, চলতি বছরের জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৮
৭ ঘণ্টা আগেডিএসই বলছে, প্রতারক চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন কোম্পানির আকর্ষণীয় দর বৃদ্ধির লোভ দেখিয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে, যা দণ্ডনীয় অপরাধ।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এই আদেশ কিছু বাণিজ্যিক অংশীদারের জন্য শুল্ক ছাড়ের সুযোগ দেবে। এই ছাড় শিল্পজাত পণ্য যেমন নিকেল, সোনা এবং অন্যান্য ধাতু, সেই সঙ্গে ফার্মাসিউটিক্যাল যৌগ ও রাসায়নিক পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হবে..
১০ ঘণ্টা আগে