Ajker Patrika

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫ পেল এক্স সিরামিকস গ্রুপ

আজকের পত্রিকা ডেস্ক­
গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছে এক্স সিরামিকস গ্রুপ। ছবি: বিজ্ঞপ্তি
গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছে এক্স সিরামিকস গ্রুপ। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ সরকারের পরিবেশবান্ধব শিল্প উদ্যোগের স্বীকৃতিস্বরূপ এক্স সিরামিকস গ্রুপ ২০২৫ সালের গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড লাভ করেছে। পরিবেশ সচেতন প্রযুক্তি, টেকসই উৎপাদন প্রক্রিয়া ও সবুজ শিল্প ব্যবস্থাপনার জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে।

সম্প্রতি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এক্স সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কারটি প্রদান করেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

গাজীপুরের মৌচাক, বহেরারচালা এলাকায় অবস্থিত এক্স সিরামিকস গ্রুপ দীর্ঘদিন ধরে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শক্তি সাশ্রয়ী প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি শিল্প খাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই অর্জন শুধু প্রতিষ্ঠানটির নয়, বরং প্রতিটি শ্রমিক, প্রকৌশলী ও নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টার ফল। এক্স সিরামিকস গ্রুপ ভবিষ্যতেও পরিবেশের প্রতি দায়বদ্ধ থেকে সবুজ শিল্প বিকাশে দৃঢ়প্রতিজ্ঞ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত