Ajker Patrika

টানা তৃতীয়বারের মতো ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার’ ইউএস-বাংলা এয়ারলাইনস

বিজ্ঞপ্তি
রেলওয়ে সচিব মো. ফাহিমুল ইসলামের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা।
রেলওয়ে সচিব মো. ফাহিমুল ইসলামের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা।

টানা তৃতীয়বারের মতো দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৪’ পুরস্কারে ভূষিত হয়েছে। ইন-ফ্লাইট সার্ভিস, এয়ারপোর্ট সার্ভিস, অন-টাইম পারফরম্যান্স, বেস্ট ইমপ্রুভ্ড এয়ারলাইনস ও আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিসহ বাংলাদেশের আকাশ পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের অন্যতম ট্রাভেল বিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর। এ পর্যন্ত চার বার বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন হিসেবে স্বীকৃতি পেল ইউএস-বাংলা এয়ারলাইনস।

ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেডের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

গত শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে রেলওয়ে সচিব মো. ফাহিমুল ইসলাম ইউএস-বাংলা এয়ারলাইনসের হেড অব সেলস শফিকুল ইসলামের হাতে ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৪’ পুরস্কার তুলে দেন।

রেলওয়ে সচিব মো. ফাহিমুল ইসলামের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা।
রেলওয়ে সচিব মো. ফাহিমুল ইসলামের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা।

এছাড়া বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইনস ক্যাটাগরিতে গোল্ড, বেস্ট অন-টাইম পারফরমেন্স, বেস্ট এয়ারপোর্ট সার্ভিস ক্যাটাগরিতে সিলভার এবং মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইনস ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, জুরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, শেয়ার ট্রিপের প্রধান নির্বাহী সাদিয়া হকসহ অন্যান্য অতিথিরা।

রেলওয়ে সচিব মো. ফাহিমুল ইসলামের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা।
রেলওয়ে সচিব মো. ফাহিমুল ইসলামের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা।

ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ইউএস-বাংলা এয়ারলাইনসের সব ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে ইউএস-বাংলা এয়ারলাইনস উত্তরোত্তর আরও ভালো করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।’

ইউএস-বাংলা এয়ারলাইনস ২০২৪, ২০২৩, ২০২২ এবং ২০১৫ সালে বাংলাদেশ মনিটরের ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন’ পুরস্কারে ভূষিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত