Ajker Patrika

কুমিল্লায় কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ ইউসিবির

কুমিল্লায় কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ ইউসিবির

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়েছে। আজ শনিবার কুমিল্লা ফান টাউন পার্ক মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ওই জেলার ৫০০ জন কৃষি উদ্যোক্তা অংশ নেন। 

প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলএসসির উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এফসিএস বলেন, ‘কৃষক আমাদের প্রাণ, কৃষক বাঁচলে আমরা সকলে বাঁচতে পারব। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আমরাই প্রথম কৃষি উদ্যোক্তা তৈরি ও প্রণোদনা সৃষ্টি প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় হাজির হয়েছি। কৃষক যাতে খুব সহজেই, সহজ শর্তে ঋণ গ্রহণ করে তাদের কাঙ্ক্ষিত ফসল উৎপাদন ও বাজারজাত করতে পারেন, সেই চেষ্টায় আমরা কাজ করে যাচ্ছি।’ 

উদ্বোধন অনুষ্ঠানে আর বক্তব্য দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম ভুঁইয়া ও মোহাম্মদ খোরশেদ আলম, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক, কুমিল্লা জেলা স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল হাফিজ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শেখ আজিজুর রহমানসহ ইউসিবির কর্মকর্তারা। 

অনুষ্ঠানে ইউসিবির পক্ষ থেকে জেলা স্কুলের প্রধান শিক্ষকের হাতে গাছ ও কৃষিযন্ত্র উপকরণ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। 

‘ভরসার নতুন জানালা’ নামের কর্মসূচির আওতায় দেশের দক্ষিণে অবস্থিত পাহাড়ি জনপদ থেকে শুরু করে উত্তরের পঞ্চগড় জেলা পর্যন্ত দেশের ৬৪ জেলায় নির্বাচিত কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। এসব প্রশিক্ষণে সহজ শর্তের কৃষি ঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা প্রদানের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এই কর্মসূচির আওতায় ইউসিবির কর্মসূচি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত