Ajker Patrika

আজকের মুদ্রা বিনিময় হার: ৬ আগস্ট, ২০২৫

আজকের পত্রিকা ডেস্ক­
আজকের মুদ্রা বিনিময় হার: ৬ আগস্ট, ২০২৫

আজ বুধবার, চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে পুরোদমে। এদিন মার্কিন ডলারের মূল্য কিছুটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ ডলারের সর্বোচ্চ মূল্য ১২২ টাকা ৫০ পয়সা এবং সর্বনিম্ন মূল্য ১২২ টাকা ৪০ পয়সা। গড় বিনিময় হার দাঁড়িয়েছে ১২১ টাকা ৯৩ পয়সায়।

গত জুলাই মাসজুড়ে ডলারের দাম ওঠানামা করলেও আজ অন্যান্য বৈদেশিক মুদ্রার দরপতন হয়েছে। ইউরো, পাউন্ড, ইউয়ান, ইয়েন, অস্ট্রেলীয় ডলার, সিঙ্গাপুরি ডলারসহ প্রায় সব প্রধান মুদ্রার দর কমেছে। তবে ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে।

ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

প্রচলিত নিয়ম অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত দামের চেয়ে খোলাবাজারে ডলারের দাম কিছুটা বেশি থাকে। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামা সরাসরি দেশের আমদানি-রপ্তানি ও ব্যবসাবাণিজ্যের খরচে প্রভাব ফেলে।

টাকার আন্তঃব্যাংক ও গ্রাহক পর্যায়ের বিনিময় হার নির্ধারণ করে ডিলার ব্যাংকগুলো, চাহিদা ও জোগানের ভিত্তিতে। তবে বাজারে ভারসাম্য রাখতে প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক ডিলার ব্যাংকগুলোর কাছ থেকে প্রচলিত আন্তঃব্যাংক হারে ডলার কেনাবেচা করে থাকে।

সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে হারে মুদ্রা বিনিময় করে, তার তথ্যও প্রকাশ করা হয়েছে। মার্কিন ডলারের ক্ষেত্রে ঢাকার আন্তঃব্যাংক বাজারে সর্বোচ্চ ও সর্বনিম্ন বিনিময় হারের পাশাপাশি, অন্য মুদ্রার বিনিময় হার নির্ধারিত হয়েছে নিউইয়র্ক ও ঢাকার সমাপনী হারের ভিত্তিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: অভিযুক্ত গৃহকর্মীর আসল নাম-পরিচয় শনাক্ত

ইতালির লিওনার্দো এসপিএ থেকে জঙ্গি বিমান কিনছে বাংলাদেশ

দেড় বছরে ১০ বার থমকে গেছে মেট্রোরেল চলাচল

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

সাবেক সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান

এলাকার খবর
Loading...