বিজ্ঞপ্তি
দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস কোম্পানি এবং বাংলাদেশে এলজি ইলেকট্রনিকসের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড প্রথমবারের মতো বাংলাদেশে এলজি ওলেড ইভো সি-৪ সিরিজের টিভি উদ্বোধন করেছে।
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের পক্ষ থেকে ভাইস চেয়ারপারসন সাচিমি হোসেন, ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাস হোসেন এবং এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, মি জেরাল্ড চোন যৌথভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলমসহ র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড ও এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা।
ক্রেতাদের নতুন সিরিজের প্রতি আকর্ষণের কথা চিন্তা করে র্যাংগস ইলেকট্রনিকস বরাবরই প্রিমিয়াম সিরিজ টিভি সবার আগে বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় ঢাকার বাংলামোটরের সোনারতরী টাওয়ারে এলজি ওলেড ইভো সি-৪ সিরিজ বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। নতুন সিরিজের এ টিভিসহ এলজির সব পণ্য পাওয়া যাবে দেশব্যাপী র্যাংগস ইলেকট্রনিকসের বিভিন্ন শোরুম ও অনলাইন স্টোরে (shop.rangs.com.bd)।
উদ্বোধনী অফার হিসেবে এলজি ওলেড ইভো সি-৪-এর সঙ্গে থাকছে ফাইভ স্টার হোটেল দ্য কক্স টুডেতে ৩ দিন ২ রাতের কাপল ট্যুর প্যাকেজ।
লেটেস্ট মডেলের এই টিভিতে ব্রাইটনেস বুস্টার থাকার কারণে আগের তুলনায় ৩০ পারসেন্ট বেশি ব্রাইট ডিসপ্লে পাওয়া যাবে। আলফা ০৯,০৭ জেনারেশন প্রসেসর ব্যবহৃত হওয়ার জন্য যেকোনো গেম খেলা যাবে একদম নিরবচ্ছিন্নভাবে। ভার্চুয়াল ৯.১. ২ আপ-মিক্স অবজেক্ট বেজড ৩ডি সারাউন্ড সাউন্ড সিস্টেমে উপভোগ করা যাবে অনন্য সাউন্ড অ্যান্ড মিউজিক। আরও থাকছে আলট্রা স্লিম ডিজাইন এবং হ্যান্ডস-ফ্রি ভয়েস কমান্ড। চোখের প্রশান্তি দেয় এমন ডিসপ্লে টেকনোলজি ব্যবহার করার জন্য ৫০ পারসেন্ট কম ক্ষতিকর বেগুনি রশ্মি ও ফ্লিকার-ফ্রি টিভি দেখার অভিজ্ঞতা পাওয়া যাবে এই টিভিতে।
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড গত ৪০ বছর থেকে বাংলাদেশের বাজারে অফিশিয়াল ইলেকট্রনিকস পণ্য বাজারজাত করছে ও নিশ্চিত করে যাচ্ছে অফিশিয়াল বিক্রয়-উত্তর সেবা।
দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস কোম্পানি এবং বাংলাদেশে এলজি ইলেকট্রনিকসের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড প্রথমবারের মতো বাংলাদেশে এলজি ওলেড ইভো সি-৪ সিরিজের টিভি উদ্বোধন করেছে।
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের পক্ষ থেকে ভাইস চেয়ারপারসন সাচিমি হোসেন, ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাস হোসেন এবং এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, মি জেরাল্ড চোন যৌথভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলমসহ র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড ও এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা।
ক্রেতাদের নতুন সিরিজের প্রতি আকর্ষণের কথা চিন্তা করে র্যাংগস ইলেকট্রনিকস বরাবরই প্রিমিয়াম সিরিজ টিভি সবার আগে বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় ঢাকার বাংলামোটরের সোনারতরী টাওয়ারে এলজি ওলেড ইভো সি-৪ সিরিজ বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। নতুন সিরিজের এ টিভিসহ এলজির সব পণ্য পাওয়া যাবে দেশব্যাপী র্যাংগস ইলেকট্রনিকসের বিভিন্ন শোরুম ও অনলাইন স্টোরে (shop.rangs.com.bd)।
উদ্বোধনী অফার হিসেবে এলজি ওলেড ইভো সি-৪-এর সঙ্গে থাকছে ফাইভ স্টার হোটেল দ্য কক্স টুডেতে ৩ দিন ২ রাতের কাপল ট্যুর প্যাকেজ।
লেটেস্ট মডেলের এই টিভিতে ব্রাইটনেস বুস্টার থাকার কারণে আগের তুলনায় ৩০ পারসেন্ট বেশি ব্রাইট ডিসপ্লে পাওয়া যাবে। আলফা ০৯,০৭ জেনারেশন প্রসেসর ব্যবহৃত হওয়ার জন্য যেকোনো গেম খেলা যাবে একদম নিরবচ্ছিন্নভাবে। ভার্চুয়াল ৯.১. ২ আপ-মিক্স অবজেক্ট বেজড ৩ডি সারাউন্ড সাউন্ড সিস্টেমে উপভোগ করা যাবে অনন্য সাউন্ড অ্যান্ড মিউজিক। আরও থাকছে আলট্রা স্লিম ডিজাইন এবং হ্যান্ডস-ফ্রি ভয়েস কমান্ড। চোখের প্রশান্তি দেয় এমন ডিসপ্লে টেকনোলজি ব্যবহার করার জন্য ৫০ পারসেন্ট কম ক্ষতিকর বেগুনি রশ্মি ও ফ্লিকার-ফ্রি টিভি দেখার অভিজ্ঞতা পাওয়া যাবে এই টিভিতে।
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড গত ৪০ বছর থেকে বাংলাদেশের বাজারে অফিশিয়াল ইলেকট্রনিকস পণ্য বাজারজাত করছে ও নিশ্চিত করে যাচ্ছে অফিশিয়াল বিক্রয়-উত্তর সেবা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি ও ফেডারেল রিজার্ভকে (ফেড) লক্ষ্য করে তীব্র সমালোচনার জেরে বিশ্ববাজারে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে নিরাপদ বিনিয়োগের খোঁজে বিনিয়োগকারীরা ঝুঁকছেন সোনার দিকে। ফলে গতকাল মঙ্গলবার সোনার দাম ইতিহাস গড়ে প্রতি আউন্সে ৩ হাজার ৫০০ ডলারে পৌঁছেছে।
১ ঘণ্টা আগেবিশ্ববাজারে ভোজ্যতেলের দাম উল্লেখযোগ্য হারে কমলেও দেশের বাজারে তার কোনো প্রভাব পড়ছে না; বরং পুরোনো সিন্ডিকেটের সক্রিয় কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এমন অভিযোগ তুলেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করছে ভুটানের কৃষি খাত। ভারত-বাংলাদেশের মতো প্রধান অংশীদার ছাড়াও আরও ১৭টি দেশে কৃষিপণ্য রপ্তানি করছে দেশটি। আন্তর্জাতিক বাজার ধরতে ভুটানের প্রধান হাতিয়ার দেশটিতে প্রাকৃতিকভাবে উৎপাদিত কর্ডিসেপস। এটি হলো একধরনের ভেষজ ছত্রাক বা মাশরুম, যা নানা রোগের নিরাময়কারী বলে ধ
৮ ঘণ্টা আগেসুইজারল্যান্ডের বেসরকারি ব্যাংক ইএফজি লন্ডনে একটি নতুন একটি টিম গঠন করছে। এই টিম গঠনের লক্ষ্য এশিয়ার ধনকুবেরদের বিনিয়োগ আকৃষ্ট করা। এই উদ্যোগ এমন এক সময়ে নেওয়া হলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কারণে বাণিজ্য যুদ্ধ ও ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এর ফলে, এশিয়ার গ্রাহকেরাও তাদের
৯ ঘণ্টা আগে