Ajker Patrika

সেরা বিজনেস পার্টনারদের পুরস্কৃত করল এয়ার অ্যাস্ট্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা তাদের ব্যবসায়িক অংশীদারদের অবদানকে উদ্‌যাপন করতে ‘টপ বিজনেস পার্টনার্স অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি ২০২৫’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল বুধবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাদের শীর্ষ ২০ জন ব্যবসায়িক অংশীদারের অসামান্য অবদানকে উদ্‌যাপন করা হয়, যাদের সহযোগিতা বিমান সংস্থার বৃদ্ধি ও সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা, হেড অব সেলস, হেড অব অ্যাডমিন অ্যান্ড এয়ারলাইনস সিকিউরিটিসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এয়ার অ্যাস্ট্রার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে, যা উন্নত ভ্রমণ অভিজ্ঞতা প্রদানে নিবেদিত অংশীদারদের একটি শক্তিশালী পরিবেশ তৈরি করার অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।

অনুষ্ঠানে এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, ‘আমাদের ব্যবসায়িক অংশীদারেরা সব সময় এয়ার অ্যাস্ট্রা পরিবারের একটি অমূল্য সম্প্রসারণ। তাদের অটল সমর্থন, কৌশলগত অন্তর্দৃষ্টি ও ব্যতিক্রমী কর্মক্ষমতা আমাদের উদ্দেশ্য অর্জনে এবং আমাদের ফুটপ্রিন্ট উল্লেখযোগ্যভাবে প্রসারিত করতে সহায়ক ছিল। এই অনুষ্ঠান আমাদের গভীর কৃতজ্ঞতার প্রমাণ এবং তাদের কঠোর পরিশ্রম ও প্রতিশ্রুতির একটি সুযোগ্য উদ্‌যাপন।’

অনুষ্ঠানে এয়ার অ্যাস্ট্রার পক্ষ থেকে শীর্ষ ২০ জন ব্যবসায়িক অংশীদারকে ক্রেস্ট দেওয়া হয়, যা তাদের অনুকরণীয় কর্মক্ষমতা এবং বিমান সংস্থার কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানকে চিহ্নিত করে। অনুষ্ঠানটি নেটওয়ার্কিং এবং ভবিষ্যতের সহযোগিতা জোরদার করার জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করেছে।

এয়ার অ্যাস্ট্রা নিরাপদ, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মূল্যের বিমান ভ্রমণ দেওয়ার জন্য নিবেদিত। এয়ার অ্যাস্ট্রা বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারে পাঁচটি, চট্টগ্রামে পাঁচটি এবং সৈয়দপুরে চারটি ফ্লাইট পরিচালনা করছে। এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত