বিশ্ব ভালোবাসা ও বসন্ত দিবস
অনলাইন ডেস্ক
বসন্ত, ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারির আবহে দেশের ফুলের বাজারে এক নতুন জীবনীশক্তি ফুটে উঠেছে। এই বিশেষ দিনে তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ ফুলের মাধ্যমে ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করতে উদগ্রীব। ফলে চাহিদা আকাশচুম্বী হয়ে ওঠে। লাখ লাখ মানুষের প্রত্যাশা পূরণে ফুলচাষিরা আগেভাগে প্রস্তুতি নিতে ব্যস্ত থাকেন। বিশেষ করে সাভার, ঝিনাইদহ ও যশোরের ফুলচাষিরা গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা, জারবেরা ও রজনীগন্ধার মতো নানা ধরনের ফুল চাষ করে লাভের প্রত্যাশা করেন। তবে এবার চাহিদা বাড়লেও অতিরিক্ত উৎপাদন হওয়ায় কাঙ্ক্ষিত দামে ফুল বিক্রি কঠিন হয়ে পড়েছে। ফলে চাষিদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এবার ফুল উৎপাদন ভালো হয়েছে। কারণ, আবহাওয়া অনুকূলে ছিল। তবে অতিরিক্ত সরবরাহের ফলে দাম কম। কৃষি বিশেষজ্ঞদের মতে, বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণের আধুনিকায়ন হলে কৃষকেরা আরও বেশি লাভবান হতে পারবেন।
সাভার: গোলাপ গ্রামে বাম্পার ফলন
ঢাকার উপকণ্ঠে সাভারের বিরুলিয়ার ‘গোলাপ গ্রামে’ এবার গোলাপের উৎপাদন ভালো। এখানকার ২৩০ হেক্টর জমিতে চাষ হওয়া গোলাপ সারা দেশের বাজারে সরবরাহ করা হয়। তবে সারা বছর যেসব গোলাপ ১০ টাকায় কেনা যায়, ভালোবাসা দিবসে সেগুলো ১৫ থেকে ২০ টাকায় কিনতে হবে বলে জানিয়েছেন এখানকার গোলাপচাষিরা।
গোলাপ গ্রামখ্যাত বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাহপুর, শ্যামপুর, মোস্তাপাড়া, বাগ্নিবাড়ি ও সারুলিয়া গ্রামে ঢুকতেই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা ফুলগাছ আগত ব্যক্তিদের স্বাগত জানাবে। এখানকার ফুলে ভরা বাগান দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। সারা বছর প্রায় দেড় হাজার কৃষক গোলাপসহ নানা ধরনের ফুল চাষ করেন, আর ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত গোলাপের মূল মৌসুম।
উপজেলা কৃষি অফিস বলছে, প্রতি হেক্টর জমিতে ৩ লাখ ৭০ হাজার থেকে ৪ লাখ ফুল পাওয়া যায়। স্থানীয় গোলাপচাষি আনোয়ার হোসেন বলেন, ‘প্রতিবছর ১৬ ডিসেম্বর, ১ জানুয়ারি, ১৪ ফেব্রুয়ারি, ২১ ফেব্রুয়ারি ও ২৬ মার্চে আমাদের ফুল বিক্রির সময়।’
আরেক গোলাপচাষি আব্দুল খালেক বলেন, এবার রোগবালাই কম। ফুলের মানও ভালো। তবে গত বছর যেখানে প্রতি ৩০০ গোলাপের বান্ডেল ৭ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হয়েছিল, এবার সেটি ৫ হাজার টাকার আশপাশে নেমে এসেছে।
বাজারের পাইকারি ব্যবসায়ী সাইদুল ইসলাম বলেন, খুচরা বাজারে গোলাপের দাম কিছুটা বেশি হলেও কৃষকের হাতে লাভ তুলনামূলক কম থাকছে।
ঝিনাইদহ: পাইকারি বাজারে সরব উপস্থিতি
জেলার মাঠে মাঠে ফুটে রয়েছে লাল, হলুদ ও কমলা রঙের জারবেরা, গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস ও গাঁদা ফুল। এসব ফুলের রঙে স্বপ্ন রাঙাচ্ছেন জেলার ফুলচাষিরা। গান্না ও কালীগঞ্জের বালিয়াডাঙ্গা ফুলবাজারে বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের বিক্রি এখন জমজমাট। গোলাপ, গাঁদা, জারবেরা ও রজনীগন্ধার দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে।
পাইকারি বাজারে এখন গোলাপ প্রতিটি ১৮ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে, যা দু-এক সপ্তাহ আগে ছিল ১২ থেকে ১৭ টাকা।
সদর উপজেলার গান্না বাজার ফুলচাষি ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, চলতি বছরে পরিবর্তিত প্রেক্ষাপটে অনেক দিবস পালিত হয়নি। এ কারণে সামনের দিবসগুলোতে ফুলের চাহিদা বেড়েছে।
ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী বলেন, ঝিনাইদহে এবার ৯২ হেক্টর জমিতে ফুল চাষ হচ্ছে, যা দেশের চাহিদার বড় অংশ পূরণ করে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায় বলেন, কৃষকেরা মানসম্মত ফুল বিক্রি করলে ভালো দাম পাবেন।
যশোর গদখালী: দাম প্রত্যাশার চেয়ে কম
দেশের বৃহত্তম ফুল উৎপাদন কেন্দ্র গদখালী-পানিসারা অঞ্চলে বসন্ত ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রচুর ফুল বিক্রি হচ্ছে। গত সাত দিনে এখানে প্রায় ১৫ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। তবে শবে বরাত একই সময়ে পড়ায় চাহিদা কিছুটা কম।
ফুলচাষি আজিজুর রহমান সরদার বলেন, ‘গত বছর যেখানে প্রতিটি গোলাপ ১৮ থেকে ২৩ টাকায় বিক্রি করেছি, এবার তা ১০ টাকায় নেমে এসেছে। এতে আমাদের প্রত্যাশিত লাভ হচ্ছে না।’
সরেজমিনে দেখা গেছে, গতকাল বুধবার গদখালী ফুলের বাজারে ৫ লাখ গোলাপ ফুল বিক্রি হয়েছে। ক্যাপ পরানো ১০০ গোলাপ ফুল বিক্রি হয়েছে ৩০০ থেকে ৪০০ টাকায়, যা আগে ছিল প্রায় ৫০০ টাকা।
বাজারের ব্যবসায়ী আবু জাফর জানান, বাজারের প্রতিযোগিতা ও অতিরিক্ত সরবরাহের কারণে দামে সংকট রয়েছে।
যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, দেশের পরিবেশ পরিস্থিতিতে ফুলের দাম কিছুটা কম।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন রিফাত মেহেদী, সাভার; আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহ ও মাসুদুর রহমান মাসুদ, ঝিকরগাছা)।
বসন্ত, ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারির আবহে দেশের ফুলের বাজারে এক নতুন জীবনীশক্তি ফুটে উঠেছে। এই বিশেষ দিনে তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ ফুলের মাধ্যমে ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করতে উদগ্রীব। ফলে চাহিদা আকাশচুম্বী হয়ে ওঠে। লাখ লাখ মানুষের প্রত্যাশা পূরণে ফুলচাষিরা আগেভাগে প্রস্তুতি নিতে ব্যস্ত থাকেন। বিশেষ করে সাভার, ঝিনাইদহ ও যশোরের ফুলচাষিরা গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা, জারবেরা ও রজনীগন্ধার মতো নানা ধরনের ফুল চাষ করে লাভের প্রত্যাশা করেন। তবে এবার চাহিদা বাড়লেও অতিরিক্ত উৎপাদন হওয়ায় কাঙ্ক্ষিত দামে ফুল বিক্রি কঠিন হয়ে পড়েছে। ফলে চাষিদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এবার ফুল উৎপাদন ভালো হয়েছে। কারণ, আবহাওয়া অনুকূলে ছিল। তবে অতিরিক্ত সরবরাহের ফলে দাম কম। কৃষি বিশেষজ্ঞদের মতে, বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণের আধুনিকায়ন হলে কৃষকেরা আরও বেশি লাভবান হতে পারবেন।
সাভার: গোলাপ গ্রামে বাম্পার ফলন
ঢাকার উপকণ্ঠে সাভারের বিরুলিয়ার ‘গোলাপ গ্রামে’ এবার গোলাপের উৎপাদন ভালো। এখানকার ২৩০ হেক্টর জমিতে চাষ হওয়া গোলাপ সারা দেশের বাজারে সরবরাহ করা হয়। তবে সারা বছর যেসব গোলাপ ১০ টাকায় কেনা যায়, ভালোবাসা দিবসে সেগুলো ১৫ থেকে ২০ টাকায় কিনতে হবে বলে জানিয়েছেন এখানকার গোলাপচাষিরা।
গোলাপ গ্রামখ্যাত বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাহপুর, শ্যামপুর, মোস্তাপাড়া, বাগ্নিবাড়ি ও সারুলিয়া গ্রামে ঢুকতেই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা ফুলগাছ আগত ব্যক্তিদের স্বাগত জানাবে। এখানকার ফুলে ভরা বাগান দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। সারা বছর প্রায় দেড় হাজার কৃষক গোলাপসহ নানা ধরনের ফুল চাষ করেন, আর ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত গোলাপের মূল মৌসুম।
উপজেলা কৃষি অফিস বলছে, প্রতি হেক্টর জমিতে ৩ লাখ ৭০ হাজার থেকে ৪ লাখ ফুল পাওয়া যায়। স্থানীয় গোলাপচাষি আনোয়ার হোসেন বলেন, ‘প্রতিবছর ১৬ ডিসেম্বর, ১ জানুয়ারি, ১৪ ফেব্রুয়ারি, ২১ ফেব্রুয়ারি ও ২৬ মার্চে আমাদের ফুল বিক্রির সময়।’
আরেক গোলাপচাষি আব্দুল খালেক বলেন, এবার রোগবালাই কম। ফুলের মানও ভালো। তবে গত বছর যেখানে প্রতি ৩০০ গোলাপের বান্ডেল ৭ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হয়েছিল, এবার সেটি ৫ হাজার টাকার আশপাশে নেমে এসেছে।
বাজারের পাইকারি ব্যবসায়ী সাইদুল ইসলাম বলেন, খুচরা বাজারে গোলাপের দাম কিছুটা বেশি হলেও কৃষকের হাতে লাভ তুলনামূলক কম থাকছে।
ঝিনাইদহ: পাইকারি বাজারে সরব উপস্থিতি
জেলার মাঠে মাঠে ফুটে রয়েছে লাল, হলুদ ও কমলা রঙের জারবেরা, গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস ও গাঁদা ফুল। এসব ফুলের রঙে স্বপ্ন রাঙাচ্ছেন জেলার ফুলচাষিরা। গান্না ও কালীগঞ্জের বালিয়াডাঙ্গা ফুলবাজারে বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের বিক্রি এখন জমজমাট। গোলাপ, গাঁদা, জারবেরা ও রজনীগন্ধার দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে।
পাইকারি বাজারে এখন গোলাপ প্রতিটি ১৮ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে, যা দু-এক সপ্তাহ আগে ছিল ১২ থেকে ১৭ টাকা।
সদর উপজেলার গান্না বাজার ফুলচাষি ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, চলতি বছরে পরিবর্তিত প্রেক্ষাপটে অনেক দিবস পালিত হয়নি। এ কারণে সামনের দিবসগুলোতে ফুলের চাহিদা বেড়েছে।
ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী বলেন, ঝিনাইদহে এবার ৯২ হেক্টর জমিতে ফুল চাষ হচ্ছে, যা দেশের চাহিদার বড় অংশ পূরণ করে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায় বলেন, কৃষকেরা মানসম্মত ফুল বিক্রি করলে ভালো দাম পাবেন।
যশোর গদখালী: দাম প্রত্যাশার চেয়ে কম
দেশের বৃহত্তম ফুল উৎপাদন কেন্দ্র গদখালী-পানিসারা অঞ্চলে বসন্ত ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রচুর ফুল বিক্রি হচ্ছে। গত সাত দিনে এখানে প্রায় ১৫ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। তবে শবে বরাত একই সময়ে পড়ায় চাহিদা কিছুটা কম।
ফুলচাষি আজিজুর রহমান সরদার বলেন, ‘গত বছর যেখানে প্রতিটি গোলাপ ১৮ থেকে ২৩ টাকায় বিক্রি করেছি, এবার তা ১০ টাকায় নেমে এসেছে। এতে আমাদের প্রত্যাশিত লাভ হচ্ছে না।’
সরেজমিনে দেখা গেছে, গতকাল বুধবার গদখালী ফুলের বাজারে ৫ লাখ গোলাপ ফুল বিক্রি হয়েছে। ক্যাপ পরানো ১০০ গোলাপ ফুল বিক্রি হয়েছে ৩০০ থেকে ৪০০ টাকায়, যা আগে ছিল প্রায় ৫০০ টাকা।
বাজারের ব্যবসায়ী আবু জাফর জানান, বাজারের প্রতিযোগিতা ও অতিরিক্ত সরবরাহের কারণে দামে সংকট রয়েছে।
যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, দেশের পরিবেশ পরিস্থিতিতে ফুলের দাম কিছুটা কম।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন রিফাত মেহেদী, সাভার; আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহ ও মাসুদুর রহমান মাসুদ, ঝিকরগাছা)।
গ্রামীণ ব্যাংকের ওপর থেকে সরকারের একক কর্তৃক ঝেড়ে ফেলতে আইনে সংশোধনী এনে নতুন অধ্যাদেশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশের খসড়া অনুমোদনের জন্য উত্থাপনের কথা রয়েছে বলে...
৩৮ মিনিট আগেভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের একপেশে পাল্টা শুল্ক আরোপ—দুই দিক থেকেই বাণিজ্যিক চাপে পড়েছে বাংলাদেশ। শুধু ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে অতিরিক্ত ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। অন্যদিকে যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যের ওপর ৩৭ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ...
১ ঘণ্টা আগেদেশীয় কৃষিতে সমাধান দিতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এসিআই মোটরস। পয়লা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সোনালিকা ট্রাক্টরের দুটি নতুন মডেল উদ্বোধন করা হয়েছে। নতুন এই মডেল দুটি হলো সোনালিকা ৩৫-আরএক্স এবং সোনালিকা অলরাউন্ডার এসএস-৫৫ (১২এফ+৩আর)।
৫ ঘণ্টা আগেজব্দ করা ব্যাংক হিসাব থেকে টাকা তুলেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল। আর তাঁকে অর্থ উত্তোলনের এই সুযোগ করে দিয়েছে তাঁরই মালিকানাধীন প্রিমিয়ার ব্যাংক। তিনি প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৯৯ সাল থেকে তিনি ব্যাংকের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৫ আগস্ট আওয়াম
৫ ঘণ্টা আগে