অনলাইন ডেস্ক
ঢাকা: মন্ত্রিসভা আসন্ন ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ শীর্ষক প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।
আজ বিকাল তিনটায় অনুষ্ঠেয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বাজেট পেশ করবেন। এটি বর্তমান একাদশ সংসদের তৃতীয় বাজেট। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাজেটে সম্মতি জানিয়ে স্বাক্ষর দেবেন।
করোনা সংক্রমণজনিত কারণে মন্ত্রিসভার সীমিত সংখ্যক সদস্য এ বিশেষ অধিবেশনে অংশ নিয়েছেন। তারা হলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস প্রমুখ উপস্থিত ছিলেন।
দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হতে যাচ্ছে ৫০তম এ বাজেট। আলোচিত এই বাজেটে অনুদানসহ ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অনুদান বাদ দিলে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।
বাজেটে খাতওয়ারি বরাদ্দ
সামাজিক অবকাঠামো খাতে ১ লাখ ৭০ হাজার ৫১০ কোটি টাকা; মানবসম্পদ খাতে ১ লাখ ৫৫ হাজার কোটি টাকা; কৃষি ও পল্লি উন্নয়ন খাতে ৭৪ হাজার ১০২ কোটি টাকা; কৃষি খাতে ২৪ হাজার ৯৪৮ কোটি টাকা; যোগাযোগ ও অবকাঠামো খাতে ৬৯ হাজার ৪৭৪ কোটি টাকা; বিদুৎ ও জ্বালানি খাতে ২৭ হাজার ৪৮৪ কোটি টাকা; করোনা মোকাবিলায় ১০ হাজার কোটি টাকা; স্বাস্থ্য খাতে ৩২ হাজার ৭৩১ কোটি টাকা; স্বাস্থ্য শিক্ষা ও প্রযুক্তি খাতে গবেষণায় ১০০ কোটি টাকা; প্রাথমিক ও গণশিক্ষা খাতে ২৬ হাজার ৩১১ কোটি টাকা; মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা; কারিগরি ও মাদ্রাসা শিক্ষা ৯ হাজার ১৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ আর মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৩ শতাংশ।
প্রস্তাবিত বাজেটে পরিচালন ও অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩৫৭ কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। সে হিসাবে ঘাটতি ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি।
২০২১–২২ অর্থবছরের বাজেটে রাজস্ব আয়ের মধ্যে এনবিআর থেকে ৩ লাখ ৩০ হাজার কোটি, এনবিআর বহির্ভুত ১৬ হাজার কোটি এবং কর বহির্ভুত আয় ৪৩ হাজার কোটি টাকার লক্ষ্য ধরা হয়েছে। আর ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে ১ লাখ ১ হাজার ২২৮ কোটি টাকা, অভ্যন্তরীণ খাত থেকে ঋণ ১ লাখ ১৩ হাজার ৪৫২ কোটি এবং ব্যাংক ঋণ নেওয়ার হবে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা।
আরও পড়ুন:
ঢাকা: মন্ত্রিসভা আসন্ন ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ শীর্ষক প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।
আজ বিকাল তিনটায় অনুষ্ঠেয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বাজেট পেশ করবেন। এটি বর্তমান একাদশ সংসদের তৃতীয় বাজেট। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাজেটে সম্মতি জানিয়ে স্বাক্ষর দেবেন।
করোনা সংক্রমণজনিত কারণে মন্ত্রিসভার সীমিত সংখ্যক সদস্য এ বিশেষ অধিবেশনে অংশ নিয়েছেন। তারা হলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস প্রমুখ উপস্থিত ছিলেন।
দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হতে যাচ্ছে ৫০তম এ বাজেট। আলোচিত এই বাজেটে অনুদানসহ ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অনুদান বাদ দিলে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।
বাজেটে খাতওয়ারি বরাদ্দ
সামাজিক অবকাঠামো খাতে ১ লাখ ৭০ হাজার ৫১০ কোটি টাকা; মানবসম্পদ খাতে ১ লাখ ৫৫ হাজার কোটি টাকা; কৃষি ও পল্লি উন্নয়ন খাতে ৭৪ হাজার ১০২ কোটি টাকা; কৃষি খাতে ২৪ হাজার ৯৪৮ কোটি টাকা; যোগাযোগ ও অবকাঠামো খাতে ৬৯ হাজার ৪৭৪ কোটি টাকা; বিদুৎ ও জ্বালানি খাতে ২৭ হাজার ৪৮৪ কোটি টাকা; করোনা মোকাবিলায় ১০ হাজার কোটি টাকা; স্বাস্থ্য খাতে ৩২ হাজার ৭৩১ কোটি টাকা; স্বাস্থ্য শিক্ষা ও প্রযুক্তি খাতে গবেষণায় ১০০ কোটি টাকা; প্রাথমিক ও গণশিক্ষা খাতে ২৬ হাজার ৩১১ কোটি টাকা; মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা; কারিগরি ও মাদ্রাসা শিক্ষা ৯ হাজার ১৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ আর মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৩ শতাংশ।
প্রস্তাবিত বাজেটে পরিচালন ও অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩৫৭ কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। সে হিসাবে ঘাটতি ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি।
২০২১–২২ অর্থবছরের বাজেটে রাজস্ব আয়ের মধ্যে এনবিআর থেকে ৩ লাখ ৩০ হাজার কোটি, এনবিআর বহির্ভুত ১৬ হাজার কোটি এবং কর বহির্ভুত আয় ৪৩ হাজার কোটি টাকার লক্ষ্য ধরা হয়েছে। আর ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে ১ লাখ ১ হাজার ২২৮ কোটি টাকা, অভ্যন্তরীণ খাত থেকে ঋণ ১ লাখ ১৩ হাজার ৪৫২ কোটি এবং ব্যাংক ঋণ নেওয়ার হবে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা।
আরও পড়ুন:
নানা চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের তৈরি পোশাক খাত আন্তর্জাতিক বাজারে ক্রমশ শক্ত অবস্থান তৈরি করছে। এত দিন রপ্তানি মূলত ইউরোপ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো প্রচলিত বাজারেই সীমিত ছিল, তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে। নতুন কিছু দেশ ধীরে ধীরে গুরুত্বপূর্ণ ক্রেতা হিসেবে যুক্ত হচ্ছে, যেগুলোকে রপ্তানিকারকেরা
১ ঘণ্টা আগেলালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য পাথর আমদানি বন্ধ রেখেছে অধিকাংশ আমদানিকারক। ভারত ও ভুটান থেকে প্রতি টন পাথরের আমদানি মূল্য ৩ থেকে ৫ ডলার বৃদ্ধি করায় গতকাল শনিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
১০ ঘণ্টা আগেগ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা তৈরি হচ্ছে, যা শিল্প ও বাণিজ্যকে প্রভাবিত করছে। নতুন কূপ খননের মাধ্যমে গ্যাস উৎপাদন বাড়ালে বিদ্যুৎ ও শিল্পের সক্ষমতা বাড়বে এবং গ্যাসের মূল্য স্থিতিশীল থাকবে। ফলে অর্থনীতি আরও শক্তিশালী হবে। এ লক্ষ্যে সিলেট-১২ নম্বর কূপ, তিতাস ও কামতা ফিল্ডে চারটি উন্নয়ন কূপ খনন এ
১০ ঘণ্টা আগেছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানানোর পাশাপাশি সহযোগিতাও করবে। কিন্তু সরকারে থেকে দল গঠন করলে দেশের মানুষ সেটা মেনে নেবে না বলেও সতর্ক করেছেন বিএনপির মহাসচিব।
১১ ঘণ্টা আগে