নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে খোলাবাজারে নগদ ডলারের দামে হঠাৎ অস্থিরতা শুরু হয়েছে। প্রতি ডলারের দাম বেড়ে ১২৪–১২৫ টাকায় উঠেছে। দুই সপ্তাহ আগেও ডলারের দাম ১২২–১২৩ টাকা ছিল। আবার বর্তমান পরিস্থিতিতে বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়ায় ডলারের সরবরাহও কমেছে। এতেই ডলারের সংকট তৈরি হয়েছে। ফলে দাম বেড়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা।
রাজধানীর মতিঝিলে, পল্টন, ফকিরাপুল এলাকায় সরেজমিনে দেখা গেছে, খোলাবাজারে দুই সপ্তাহ আগে প্রতি ডলার ১২২–১২৩ টাকার মধ্যে বেচাকেনা হতো। নগদ ডলারের দাম কয়েক মাস ধরে এ রকম ধারাতেই ছিল। তবে ছাত্র আন্দোলনের পর গতকাল রোববার তা বেড়ে ১২২ টাকায় ওঠে, যা আজ সোমবার ১২৫ টাকায় পৌঁছায়। অথচ খোলাবাজারে নির্ধারিত দর সর্বোচ্চ ১২১ টাকা।
মতিঝিলের খোলাবাজারের ডলার বিক্রেতা মো. শাহজাহান বলেন, হাতে হাতে যে ডলার আসছে, তার দাম চড়া হয়ে আজ ১২৪–১২৫ টাকার উঠেছে। কারণ, ডলারের জোগান কমে গেছে।
এদিকে ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, তারা আগের দামেই ডলার বিক্রি করছে। বেসরকারি সিটি ও ব্র্যাক ব্যাংক এবং রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকে প্রতি ডলার সর্বোচ্চ ১২০ টাকায় বিক্রি হয়েছে। তবে ব্যাংকগুলো পরিচিত গ্রাহক ছাড়া অন্যদের কাছে তেমন ডলার বিক্রি করছে না।
এ বিষয়ে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জামান বলেন, ডলারের জোগান কমেছে। কিছু অবৈধ দোকানে বেশি দরে ডলার লেনদেন হয়। তাদের কারণে আমাদের ব্যবসা ভালো চলছে না। অবৈধ ব্যবসা বন্ধ করা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ।
দেশে খোলাবাজারে নগদ ডলারের দামে হঠাৎ অস্থিরতা শুরু হয়েছে। প্রতি ডলারের দাম বেড়ে ১২৪–১২৫ টাকায় উঠেছে। দুই সপ্তাহ আগেও ডলারের দাম ১২২–১২৩ টাকা ছিল। আবার বর্তমান পরিস্থিতিতে বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়ায় ডলারের সরবরাহও কমেছে। এতেই ডলারের সংকট তৈরি হয়েছে। ফলে দাম বেড়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা।
রাজধানীর মতিঝিলে, পল্টন, ফকিরাপুল এলাকায় সরেজমিনে দেখা গেছে, খোলাবাজারে দুই সপ্তাহ আগে প্রতি ডলার ১২২–১২৩ টাকার মধ্যে বেচাকেনা হতো। নগদ ডলারের দাম কয়েক মাস ধরে এ রকম ধারাতেই ছিল। তবে ছাত্র আন্দোলনের পর গতকাল রোববার তা বেড়ে ১২২ টাকায় ওঠে, যা আজ সোমবার ১২৫ টাকায় পৌঁছায়। অথচ খোলাবাজারে নির্ধারিত দর সর্বোচ্চ ১২১ টাকা।
মতিঝিলের খোলাবাজারের ডলার বিক্রেতা মো. শাহজাহান বলেন, হাতে হাতে যে ডলার আসছে, তার দাম চড়া হয়ে আজ ১২৪–১২৫ টাকার উঠেছে। কারণ, ডলারের জোগান কমে গেছে।
এদিকে ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, তারা আগের দামেই ডলার বিক্রি করছে। বেসরকারি সিটি ও ব্র্যাক ব্যাংক এবং রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকে প্রতি ডলার সর্বোচ্চ ১২০ টাকায় বিক্রি হয়েছে। তবে ব্যাংকগুলো পরিচিত গ্রাহক ছাড়া অন্যদের কাছে তেমন ডলার বিক্রি করছে না।
এ বিষয়ে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জামান বলেন, ডলারের জোগান কমেছে। কিছু অবৈধ দোকানে বেশি দরে ডলার লেনদেন হয়। তাদের কারণে আমাদের ব্যবসা ভালো চলছে না। অবৈধ ব্যবসা বন্ধ করা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ।
২ বছর পূর্ণ করে বাংলাদেশে তৃতীয় বছরে পা দিল তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান ‘কই তে’। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির গুলশান আউটলেটে এক বিশেষ আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ‘কই তে’র সিইও এবং প্রতিষ্ঠাতা কোয়ে মা, চিফ বিজনেস অফিসার মি লাউ ইয়ং কিয়ং, কই তে বাংলাদেশের এবং ট্যাড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক...
১ দিন আগেইআইবি ও ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের সহযোগিতায় সার্কুলার ইকোনমি নিয়ে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১ দিন আগেদেশজুড়ে উদীয়মান উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের লক্ষ্যে নেওয়া ফ্ল্যাগশিপ কর্মসূচি জিপি অ্যাক্সিলারেটরের ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তার’ সাফল্য উদ্যাপন করেছে গ্রামীণফোন। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে গালা নাইট আয়োজনের মাধ্যমে অনুপ্রেরণামূলক এই উদ্যোগ উদ্যাপন করে
১ দিন আগেঈদ উৎসবকে আরও জমজমাট করে তুলতে চলে এসেছে শীর্ষ ফুটওয়্যার ব্র্যান্ড বাটার নতুন কালেকশন ‘স্টারলাইট’। অনন্য এই কালেকশন আপনার বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি ঈদের আনন্দকেও বহুগুণ বাড়িয়ে তুলবে। আপনার রুচি ক্ল্যাসিক বা আধুনিক—যেমনই হোক না কেন, বাটার নতুন এই কালেকশন আপনার প্রতিটি মুহূর্তকে আরও বেশি আনন্দদায়ক
১ দিন আগে