Ajker Patrika

বিনিয়োগ বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিনিয়োগ বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, ইউরোপের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিপুল সম্ভাবনা থাকায় ইইউ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী।

গতকাল সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ইইউ প্রতিনিধিদলের প্রধান এসব বলেন। হোয়াইটলি বলেন, ইইউর সঙ্গে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে; কারণ, বাংলাদেশ বছরে ইইউতে ২৪ বিলিয়ন ইউরোর বেশি পণ্য রপ্তানি করে। ইইউ ২০২৬ সালে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে উত্তরণ এবং উত্তরণের পর ইইউর বাজারে জিএসপি প্লাস সুবিধা দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে। 

অর্থমন্ত্রী বলেন, ইইউর দেশগুলো কোনো বাংলাদেশিকে অবৈধ অভিবাসী হিসেবে রাখতে চায় না। সেখানে যাঁরা যাবেন কিংবা বসবাস করতে চান, বৈধভাবে যদি সেখানে বসবাস করার সুযোগ থাকে, তাহলে ইউরোপ তাঁদের গ্রহণ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত