বিটকয়েন ও ক্রিপ্টো মালিকদের জন্য ২০২২ সাল ছিল এক মহা বিপর্যয়ের বছর। এই এক বছরের মধ্যেই নিজেদের সম্পদের ৭৫ শতাংশ হারিয়েছেন তারা। জালিয়াতির অভিযোগ, সরকারি মামলা-অনুসন্ধান এবং পারস্পরিক বিবাদ এমন বিপর্যয় ডেকে এনেছে।
সম্প্রতি ফোর্বসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে-ক্রিপ্টো মুদ্রা ব্যবস্থা মার্কিন নিয়ন্ত্রক সংস্থাগুলোর লক্ষ্যবস্তু হওয়ায় পরিস্থিতি আরও খারাপের দিকেই যাবে।
চলতি বছরে ফোর্বসের বিশ্ব বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, গত বছরটিতে বিটকয়েন ও ক্রিপ্টো মালিকেরা সম্মিলিতভাবে ১১০ বিলিয়ন ডলার খুইয়েছেন।
২০২২ সালে ১৯ জন ক্রিপ্টো বিলিয়নিয়ারকে চিহ্নিত করেছিল ফোর্বস। সম্মিলিতভাবে তাদের সম্পদের পরিমাণ ছিল ১৪০ বিলিয়ন ডলার। চলতি বছরের ১০ মার্চ পর্যন্ত একটি হিসেব বলছে, এক বছরের ব্যবধানে সেই বিলিয়নিয়ারদের সম্মিলিত সম্পদ কমে ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। আর ১৯ জনের মধ্যে অন্তত ১০ জনই এখন আর বিলিয়নিয়ার নন।
এসব বিলিয়নিয়ারের মধ্যে সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে ক্রিপ্টো মোগল স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইডের। ২০২২ সালে এফটিএক্স এক্সচেঞ্জের এই মালিকের মোট অর্থের পরিমাণ ছিল ২৪ বিলিয়ন ডলার। বিপুল এই অর্থ ব্যাঙ্কম্যান-ফ্রাইডকে শীর্ষ ৫০ ধনি ব্যক্তির মধ্যে ঠাঁই দিয়েছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তিনি এখন ফতুর। মার্কিন আইনজীবীরা তার বিরুদ্ধে কয়েক ধরনের জালিয়াতি এবং অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগে মামলা করেছেন।
সবচেয়ে বড় বিষয় হলো-প্রাক্তন সহকর্মী ক্যারোলিন এলিসন এবং সহকর্মী ও সাবেক বিলিয়নিয়ার গ্যারি ওয়াং এখন ব্যাঙ্কম্যান-ফ্রাইডের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বলে জানা গেছে।
আগামী অক্টোবরে ব্যাঙ্কম্যান-ফ্রাইডের বিচার শুরু হবে। ধারণা করা হচ্ছে, বিচারে তাকে সারা জীবনের জন্য জেলে যেতে হবে।
কয়েন মার্কেট ক্যাপ-এর বরাত দিয়ে ফোর্বস জানিয়েছে, চলতি বছরের মার্চ পর্যন্ত আগের ১২ মাসে ক্রিপ্টো মুদ্রার মোট বাজারমূল্য ৭০০ বিলিয়ন ডলার কমে গেছে।
বর্তমানে ক্রিপ্টো মুঘলদের মধ্যে সবচেয়ে বেশি অর্থের মালিক চেংপ্যাং ঝাও। তিনি ক্রিপ্টো এক্সচেঞ্জ ব্যবস্থা ‘বিন্যান্স’-এর প্রতিষ্ঠাতা এবং সিইও। চেংপ্যাংয়ের মোট অর্থের পরিমাণ বর্তমানে ১০.৫ বিলিয়ন ডলার। অথচ এক বছর আগেও তিনি ৬৫ বিলিয়ান ডলারের মালিক ছিলেন।
এদিকে, গত মাসেই মার্কিন নীতিকে ফাঁকি দেওয়ার অভিযোগে দেশটির পণ্য ও ফিউচার ট্রেডিং কমিশন চেংপ্যাং ঝাও ও তার প্রতিষ্ঠান বিন্যান্স-এর বিরুদ্ধে মামলা করেছে। আছে মানি লন্ডারিং ও ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগও।
অন্যদের মধ্যে মার্কিন ক্রিপ্টো এক্সচেঞ্জ ‘কয়েনবেস’-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ব্রায়ান আর্মস্ট্রংয়ের মোট সম্পদের পরিমাণ ৬.৬ বিলিয়ন ডলার থেকে ২.২ বিলিয়ন ডলারে নেমে গেছে। ক্যামেরন এবং টিলার উইঙ্কলভস নামে ক্রিপ্টো মোগল দুই যমজ ভাইয়েরও সম্পদ কমে ২.৪ বিলিয়ন ডলার হয়েছে। আগে তাদের সম্মিলিত অর্থের পরিমাণ ছিল ৮ বিলিয়ন ডলার।
এ ছাড়া বিলিয়নিয়ার তালিকা থেকে নাম কাটা যাওয়া ক্রিপ্টো মোগলদের মধ্যে ব্যারি সিলবার্ট অন্যতম। ৩.২ বিলিয়ন ডলার থেকে কমতে কমতে আর মাত্র ৪০০ মিলিয়ন ডলার অবশিষ্ট আছে তার।
বিটকয়েন ও ক্রিপ্টো মালিকদের জন্য ২০২২ সাল ছিল এক মহা বিপর্যয়ের বছর। এই এক বছরের মধ্যেই নিজেদের সম্পদের ৭৫ শতাংশ হারিয়েছেন তারা। জালিয়াতির অভিযোগ, সরকারি মামলা-অনুসন্ধান এবং পারস্পরিক বিবাদ এমন বিপর্যয় ডেকে এনেছে।
সম্প্রতি ফোর্বসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে-ক্রিপ্টো মুদ্রা ব্যবস্থা মার্কিন নিয়ন্ত্রক সংস্থাগুলোর লক্ষ্যবস্তু হওয়ায় পরিস্থিতি আরও খারাপের দিকেই যাবে।
চলতি বছরে ফোর্বসের বিশ্ব বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, গত বছরটিতে বিটকয়েন ও ক্রিপ্টো মালিকেরা সম্মিলিতভাবে ১১০ বিলিয়ন ডলার খুইয়েছেন।
২০২২ সালে ১৯ জন ক্রিপ্টো বিলিয়নিয়ারকে চিহ্নিত করেছিল ফোর্বস। সম্মিলিতভাবে তাদের সম্পদের পরিমাণ ছিল ১৪০ বিলিয়ন ডলার। চলতি বছরের ১০ মার্চ পর্যন্ত একটি হিসেব বলছে, এক বছরের ব্যবধানে সেই বিলিয়নিয়ারদের সম্মিলিত সম্পদ কমে ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। আর ১৯ জনের মধ্যে অন্তত ১০ জনই এখন আর বিলিয়নিয়ার নন।
এসব বিলিয়নিয়ারের মধ্যে সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে ক্রিপ্টো মোগল স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইডের। ২০২২ সালে এফটিএক্স এক্সচেঞ্জের এই মালিকের মোট অর্থের পরিমাণ ছিল ২৪ বিলিয়ন ডলার। বিপুল এই অর্থ ব্যাঙ্কম্যান-ফ্রাইডকে শীর্ষ ৫০ ধনি ব্যক্তির মধ্যে ঠাঁই দিয়েছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তিনি এখন ফতুর। মার্কিন আইনজীবীরা তার বিরুদ্ধে কয়েক ধরনের জালিয়াতি এবং অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগে মামলা করেছেন।
সবচেয়ে বড় বিষয় হলো-প্রাক্তন সহকর্মী ক্যারোলিন এলিসন এবং সহকর্মী ও সাবেক বিলিয়নিয়ার গ্যারি ওয়াং এখন ব্যাঙ্কম্যান-ফ্রাইডের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বলে জানা গেছে।
আগামী অক্টোবরে ব্যাঙ্কম্যান-ফ্রাইডের বিচার শুরু হবে। ধারণা করা হচ্ছে, বিচারে তাকে সারা জীবনের জন্য জেলে যেতে হবে।
কয়েন মার্কেট ক্যাপ-এর বরাত দিয়ে ফোর্বস জানিয়েছে, চলতি বছরের মার্চ পর্যন্ত আগের ১২ মাসে ক্রিপ্টো মুদ্রার মোট বাজারমূল্য ৭০০ বিলিয়ন ডলার কমে গেছে।
বর্তমানে ক্রিপ্টো মুঘলদের মধ্যে সবচেয়ে বেশি অর্থের মালিক চেংপ্যাং ঝাও। তিনি ক্রিপ্টো এক্সচেঞ্জ ব্যবস্থা ‘বিন্যান্স’-এর প্রতিষ্ঠাতা এবং সিইও। চেংপ্যাংয়ের মোট অর্থের পরিমাণ বর্তমানে ১০.৫ বিলিয়ন ডলার। অথচ এক বছর আগেও তিনি ৬৫ বিলিয়ান ডলারের মালিক ছিলেন।
এদিকে, গত মাসেই মার্কিন নীতিকে ফাঁকি দেওয়ার অভিযোগে দেশটির পণ্য ও ফিউচার ট্রেডিং কমিশন চেংপ্যাং ঝাও ও তার প্রতিষ্ঠান বিন্যান্স-এর বিরুদ্ধে মামলা করেছে। আছে মানি লন্ডারিং ও ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগও।
অন্যদের মধ্যে মার্কিন ক্রিপ্টো এক্সচেঞ্জ ‘কয়েনবেস’-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ব্রায়ান আর্মস্ট্রংয়ের মোট সম্পদের পরিমাণ ৬.৬ বিলিয়ন ডলার থেকে ২.২ বিলিয়ন ডলারে নেমে গেছে। ক্যামেরন এবং টিলার উইঙ্কলভস নামে ক্রিপ্টো মোগল দুই যমজ ভাইয়েরও সম্পদ কমে ২.৪ বিলিয়ন ডলার হয়েছে। আগে তাদের সম্মিলিত অর্থের পরিমাণ ছিল ৮ বিলিয়ন ডলার।
এ ছাড়া বিলিয়নিয়ার তালিকা থেকে নাম কাটা যাওয়া ক্রিপ্টো মোগলদের মধ্যে ব্যারি সিলবার্ট অন্যতম। ৩.২ বিলিয়ন ডলার থেকে কমতে কমতে আর মাত্র ৪০০ মিলিয়ন ডলার অবশিষ্ট আছে তার।
দেশে ব্যাংক খাতের এক অদ্ভুত বৈপরীত্য বিরাজ করছে। বড় ঋণখেলাপিরা কয়েক শ থেকে কয়েক হাজার কোটি টাকা ফেরত না দিলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। অন্যদিকে ছোট ঋণের জন্য গরিব কৃষক কিংবা সাধারণ মানুষ সামান্য দেরি বা কয়েক শ টাকার ঘাটতি হলে কঠোর হয়রানির শিকার হন; এমনকি হাতকড়া...
১৪ ঘণ্টা আগেসাতক্ষীরার উপকূল এখন সফটশেল কাঁকড়ার চাষে সরব। বছরজুড়ে বাড়ছে কাঁকড়া চাষ এবং রপ্তানি হচ্ছে বিদেশে। অল্প জমিতে স্বল্প বিনিয়োগে লাভবান হওয়া যায় বলে প্রান্তিক চাষিদের মধ্যে এ খাতের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। মূলত বাগদা চিংড়ি চাষে ঘন ঘন ক্ষতির মুখে পড়ে অনেকেই এখন কাঁকড়ার ঘেরে ঝুঁকছেন।
১৪ ঘণ্টা আগেদেশের কৃষি ও অতিক্ষুদ্র, ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) স্বল্প মেয়াদী ঋণ বিতরণে উৎসাহ প্রদানের লক্ষ্যে বিশেষ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো ব্যাংক যদি এসব প্রতিষ্ঠানকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত ঋণ দেয় তবে তাদের খেলাপিবিহীন ঋণের বিপরীতে মাত্র ১ শতাংশ প্রভিশন রাখতে
২০ ঘণ্টা আগেশুরু হয়েছে দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস কার্টআপ লিমিটেডের সপ্তাহব্যাপী বিশেষ ক্যাম্পেইন ‘অক্টোবর অফারস’। গতকাল সোমবার (১৩ অক্টোবর) শুরু হওয়া এই আয়োজন চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। এই অফারে গ্রাহকেরা পাচ্ছেন আকর্ষণীয় ছাড়, ভাউচার ও ক্যাশব্যাকের সুযোগ।
২০ ঘণ্টা আগে