Ajker Patrika

ই-কমার্সে পণ্য বিক্রিতে ভ্যাট বেড়ে তিন গুণ

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
আপডেট : ০২ জুন ২০২৫, ১৭: ৫৭
ই-কমার্সে পণ্য বিক্রিতে ভ্যাট বেড়ে তিন গুণ

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনলাইন পণ্য বিক্রয় প্ল্যাটফর্মের কমিশনের ওপর প্রযোজ্য মূল্য সংযোজন কর (ভ্যাট) ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। আজ সোমবার দুপুর ৩টায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, বর্তমানে বিভিন্ন ই-কমার্স বা মার্কেটপ্লেসের মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানের কমিশন বা সার্ভিস চার্জের ওপর বর্তমানে ৫ শতাংশ হারে ভ্যাট আরোপ রয়েছে। রাজস্ব আয়ের সম্ভাবনা বিবেচনায় এ হার ১৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব করছি।

খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই সিদ্ধান্ত ই-কমার্স খাতের জন্য একটি উল্লেখযোগ্য নীতিগত পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরেই অনলাইন মার্কেটপ্লেসগুলোর কমিশনে ৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হতো। এবার তা তিন গুণ বৃদ্ধি পেয়ে ১৫ শতাংশে উন্নীত হওয়ায় খাতটির ব্যবসায়িক কাঠামো ও মূল্য নির্ধারণে বড় ধরনের প্রভাব পড়বে।

এই ভ্যাট বৃদ্ধির ফলে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর উপার্জনের ওপর সরকার রাজস্ব আহরণে সক্ষম হবে। তবে এর মাধ্যমে পণ্য বা সেবার দাম বৃদ্ধির আশঙ্কাও তৈরি হয়েছে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...