Ajker Patrika

জাপানের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২: ১৪
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিনিয়োগে জাপানি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গতকাল মঙ্গলবার জাপানের টোকিও শহরের একটি হোটেলে আয়োজিত ‘ইনভেস্টমেন্ট প্রমোশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী জাপানি ব্যবসায়ীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘জাপান বাংলাদেশের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু এবং বাংলাদেশের উন্নয়নে একক দেশ হিসেবে বৃহত্তম অংশীদার। আমরা জাপান সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞ।’

সেমিনারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ চৌধুরী বিন হারুন বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। সেমিনারের আয়োজন করে বিডা, জাইকা এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত