Ajker Patrika

টেসলার ১১০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন ইলন মাস্ক

টেসলার ১১০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন ইলন মাস্ক

বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার ১১০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। টুইটারে টেসলার শেয়ার বিক্রি নিয়ে ভোট দেওয়ার পর ইতিবাচক ফল আসায় এই শেয়ার বিক্রি করলেন ইলন মাস্ক।

গতকাল বুধবার শেয়ার বিক্রির পক্ষে ভোট আসার দুই দিনের মধ্যে কোম্পানির শেয়ার প্রায় ১৬ ভাগ কমে গেছে।

মার্কিন স্টক মার্কেট নিয়ন্ত্রকের তথ্য অনুসারে, ইলন মাস্ক কোম্পানির ৯ লাখ ৩০ হাজারের বেশি শেয়ার বিক্রি করেছেন। এটি তার মোট শেয়ারের প্রায় ০.৫ শতাংশ। এ ছাড়া এর আগে গত সেপ্টেম্বরে ব্যবসায়িক পরিকল্পনার ভিত্তিতে কিছু শেয়ার বিক্রি করেছিলেন ইলন মাস্ক। 

এর আগে গত শনিবার ইলন মাস্ক টুইটারে তাঁর শেয়ার বিক্রির বিষয়ে মতামত দেওয়ার জন্য একটি ভোট দেন। এরপর টুইটারে তাঁর ৬ কোটি ৩০ লাখ অনুসারীর মধ্যে ৩৫ লাখ মানুষ ভোট দেয়। এর মধ্যে ৫৮ শতাংশ মানুষ তাঁর শেয়ার বিক্রির পক্ষে ভোট দেন। 

ভোট দেওয়ার সময় ইলন মাস্ক বলেছিলেন, ভোটের যেকোনো ধরনের ফলাফল তিনি মেনে নেবেন। এরপরই শেয়ার বিক্রি করলেন ইলন মাস্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত